অ্যাঙ্গোলায় ২০ সহস্রাধিক কলেরা রোগী শনাক্ত, ৬ শতাধিকের মৃত্যু

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১২:৫৩

ঢাকা, ১৪ মে, ২০২৫ (বাসস) : অ্যাঙ্গোলায় জানুয়ারি থেকে ২০ সহস্রাধিক কলেরা রোগী শনাক্ত হয়েছে। এ রোগের প্রাদুর্ভাবে ৬ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এ তথ্য জানায়।

লুয়ান্ডা থেকে এএফপি জানায়, তেল সমৃদ্ধ দেশ হওয়া সত্ত্বেও আফ্রিকান দেশটি উচ্চ দারিদ্রদ্যের হার ও দুর্বল স্যানিটেশনের সঙ্গে লড়াই করছে।

মন্ত্রণালয় এক দৈনিক প্রতিবেদনে বলেছে, প্রাদুর্ভাবের শুরু থেকে, মোট ২০ হাজার ৫০ জন রোগী শনাক্ত হয়েছে ও ৬১২ জনের মৃত্যু হয়েছে।

এতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ২৩৩ জন রোগী শনাক্ত হয়েছে এবং তিনজনের মৃত্যু হয়েছে।

লুয়ান্ডা প্রদেশে রাজধানীর আশেপাশের প্রায় এক তৃতীয়াংশ রোগী শনাক্ত হয়েছে।

মন্ত্রণালয় জানায়, সংক্রমিতদের বয়সসীমা দুই থেকে ১০০ বছরের মধ্যে।

কলেরা একটি তীব্র অন্ত্রের সংক্রমণ যা খাবার ও দূষিত পানির মাধ্যমে ছড়ায়।

এই ব্যধি তীব্র ডায়রিয়া, বমি এবং পেশীতে টান সৃষ্টি করে। খাবার স্যালাইন ও অ্যান্টিবাইটিক দিয়ে এ রোগের সহজ চিকিৎসা করা যেতে পারে। তবে, সময় মতো চিকিৎসা না করলে কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)  জানায়, অ্যাঙ্গোলা কয়েক দশক ধরে বারবার কলেরা প্রাদুর্ভাবের সম্মুখীন হচ্ছে, বিশেষ করে বর্ষাকালে এ রোগের তীব্রতা বেড়ে যায়।

এই বছর জানুয়ারিতে প্রথম আক্রান্ত শনাক্তের পর রোগটি দ্রুত দেশের ২১টি প্রদেশের বেশিরভাগ অঞ্চলে ছড়িয়ে পড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে 
নাটোরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু
ওয়াশিংটনে অস্ত্র বহন শুরু করেছে ন্যাশনাল গার্ড সৈন্যরা
রংপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে জরিমানা
সংসদীয় সীমানা : খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের আপত্তির ওপর শুনানি গ্রহণ করছে ইসি
সুনামগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা
ইসরাইলি বিমান হামলায় গাজায় নিহত ৪২ 
চুয়াডাঙ্গায় মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও সভা 
খুবিতে ডাটা জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ
আগামী ৪ মাসের মধ্যে দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টের নির্দেশ
১০