ওয়াশিংটনে ইসরাইলি দূতাবাসের দুই কর্মকর্তা গুলিতে নিহত

বাসস
প্রকাশ: ২২ মে ২০২৫, ১২:৩০ আপডেট: : ২২ মে ২০২৫, ১২:৫৩

ঢাকা, ২২ মে, ২০২৫ (বাসস): যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ক্যাপিটাল জিউশ মিউজিয়ামের সামনের ফুটপাতে, ইসরাইলি দূতাবাসের দুই কর্মকর্তা গুলিতে নিহত হয়েছেন।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, বুধবার রাতে এ হামলা হয়।

মার্কিন নিরাপত্তা দপ্তরের সেক্রেটারি ক্রিস্টি নোয়েম সামাজিক যোগাযোগমাধ্যমর এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, ‘আজ রাতে ইসরাইলি দূতাবাসের দুই কর্মী নির্মমভাবে নিহত হয়েছেন।’

ইসরাইলি নেতারা এটিকে ‘ইহুদিবিদ্বেষী হামলা’ বলে উল্লেখ করেছেন।

ওয়াশিংটন পুলিশ জানিয়েছে, হামলাকারীকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি জাদুঘরের বাইরে ঘোরাফেরা করছিলেন। হঠাৎ তিনি গুলি চালান। এতে একজন পুরুষ ও একজন নারী গুলিবিদ্ধ হন।

স্থানীয় গণমাধ্যম জানায় আটকের সময় হামলাকারী ‘ফ্রি প্যালেস্টাইন’ বলে চিৎকার করছিলেন।
জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এই হামলাকে, ‘একটি ঘৃণ্য ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী কর্মকান্ড’ বলে উল্লেখ করেছেন।

ড্যানি ড্যানন বলেন, ‘কূটনীতিক ও ইহুদি সম্প্রদায়ের ওপর হামলা চরম মাত্রা অতিক্রম করেছে। আমরা নিশ্চিত, যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নেবে।’

তিনি আরও বলেন, ‘ইসরাইল বিশ্বজুড়ে তার নাগরিক ও প্রতিনিধিদের সুরক্ষায় দৃঢ় অবস্থান অব্যাহত রাখবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিরাজগঞ্জে এ্যাথলেটিক্স ও সাঁতার প্রশিক্ষণ অনুষ্ঠিত
ঈদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক নিরাপদ রাখতে ১৭ টি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত
শেরপুরে মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণ সমাপ্ত
টানা বৃষ্টিতে ডুবে গেছে ফসলি জমি, দিশেহারা কৃষক
ধূমপানমুক্ত করা হবে বিআইডব্লিউটিসি’র সকল নৌযান
ফেনী পলিটেকনিকের পুকুরে ডুবে প্রাণ গেলো শিক্ষার্থীর
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম রিমান্ড শেষে কারাগারে 
পাকিস্তান-ভারত সংঘাতের ধ্বংসস্তূপে অবিস্ফোরিত গোলাবারুদের খোঁজ চলছে
ডা. জুবাইদা রহমানের আপিলের পরবর্তী শুনানি সোমবার
মারিউপোল অবরোধের সেনাপতি মর্দভিচেভকে রাশিয়ার স্থলবাহিনীর প্রধান নিয়োগ
১০