ইরান-ইসরাইল যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন এরদোগান 

বাসস
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১১:৩১

ঢাকা, ২৫ জুন, ২০২৫ (বাসস) : ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত ও রাশিয়া-ইউক্রেন সংঘাত নিরসনে ঘনিষ্ঠ সংলাপের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মঙ্গলবার রাতে হেগে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

প্রচেষ্টায় ইরান ও ইসরাইলের মধ্যে অর্জিত যুদ্ধবিরতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং এটি স্থায়ী হবে বলে আশা প্রকাশ করেছেন।

মঙ্গলবার ভোরে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন, ইরান ও ইসরাইল একটি পর্যায়ক্রমিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যা তাদের ১১ দিনব্যাপী সংঘাতের আনুষ্ঠানিক সমাপ্তি ডেকে আনবে।

এর আগে রোববার যুক্তরাষ্ট্র ইসরাইলের অভিযানে যোগ দিয়ে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালায়। এর জবাবে সোমবার গভীর রাতে কাতারে একটি মার্কিন ঘাঁটিতে ইরান একটি প্রতিক্রিয়াশীল হামলা চালায় যা এই সংঘাতের অবসানের ইঙ্গিত দেয়।

গাজা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার কথা বলেন এরদোয়ান।

তিনি বলেন, গাজায় মানবিক বিপর্যয় যত দ্রুত সম্ভব শেষ করতে এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করতে ঘনিষ্ঠ সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এরদোয়ান আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়ালে দ্বিপাক্ষিক বাণিজ্য ১০০ বিলিয়ন ডলারে পৌঁছাতে সহায়ক হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাটোরে খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া মাহফিল  
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় বিএনপি’র দোয়া ও মোনাজাত
বই-ব্যাগ ছাড়াই স্কুলে ফিরছে গাজার শিশুরা
বিএনপির আরও ৯ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
রোববার শুরু হচ্ছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ‘বসকন-২৫
বরিশালে চোরাই কয়লাসহ ১২ চোরাকারবারি আটক
কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কারিগর আটক
গোবিন্দগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত
বান্দরবানে ৭৫০ নেতাকর্মীকে বিএনপি প্রার্থী সাচিং প্রু’র সম্মাননা
দিনাজপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 
১০