ইরান-ইসরাইল যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন এরদোগান 

বাসস
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১১:৩১

ঢাকা, ২৫ জুন, ২০২৫ (বাসস) : ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত ও রাশিয়া-ইউক্রেন সংঘাত নিরসনে ঘনিষ্ঠ সংলাপের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মঙ্গলবার রাতে হেগে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

প্রচেষ্টায় ইরান ও ইসরাইলের মধ্যে অর্জিত যুদ্ধবিরতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং এটি স্থায়ী হবে বলে আশা প্রকাশ করেছেন।

মঙ্গলবার ভোরে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন, ইরান ও ইসরাইল একটি পর্যায়ক্রমিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যা তাদের ১১ দিনব্যাপী সংঘাতের আনুষ্ঠানিক সমাপ্তি ডেকে আনবে।

এর আগে রোববার যুক্তরাষ্ট্র ইসরাইলের অভিযানে যোগ দিয়ে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালায়। এর জবাবে সোমবার গভীর রাতে কাতারে একটি মার্কিন ঘাঁটিতে ইরান একটি প্রতিক্রিয়াশীল হামলা চালায় যা এই সংঘাতের অবসানের ইঙ্গিত দেয়।

গাজা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার কথা বলেন এরদোয়ান।

তিনি বলেন, গাজায় মানবিক বিপর্যয় যত দ্রুত সম্ভব শেষ করতে এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করতে ঘনিষ্ঠ সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এরদোয়ান আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়ালে দ্বিপাক্ষিক বাণিজ্য ১০০ বিলিয়ন ডলারে পৌঁছাতে সহায়ক হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই হত্যাকাণ্ডের মামলায় পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত
টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আফগান অভিবাসী বহনকারী বাস দুর্ঘটনায় নিহত ৭৬
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় খুনের দায়ে একব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ভোলা পৌর শহরে মশক নিধন অব্যাহত থাকায় স্বস্তির নি:শ্বাস ফেলছে পৌরবাসী
শুল্ক নিয়ে ব্রাজিলের ডব্লিউটিও প্রতিনিধিদের সাথে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র
পাকিস্তানে মৌসুমি বৃষ্টিপাতে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু 
জুলাইয়ে প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে যুক্তরাজ্যের বার্ষিক মুদ্রাস্ফীতি
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক 
বাঘাইছড়িতে অবৈধ ভারতীয় সিগারেট উদ্ধার
১০