রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরো বাড়াতে সম্মত ইইউ নেতৃবৃন্দ

বাসস
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১৩:৩৭ আপডেট: : ২৭ জুন ২০২৫, ১৩:৫৬
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৭ জুন, ২০২৫ (বাসস): ইইউ’র ২৭ জন নেতা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরো ছয় মাস বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছেন। এর ফলে ক্রেমলিন-বান্ধব হাঙ্গেরি এই পদক্ষেপগুলো বাতিল করতে পারবে না। 
বৃহস্পতিবার কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ব্রাসেলসে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণের ফলে ইউক্রেন যুদ্ধের জন্য ইইউ’র ব্যাপক নিষেধাজ্ঞা কমপক্ষে ২০২৬ সালের প্রথম দিকে পর্যন্ত বলবৎ থাকবে। এর মধ্যে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ২০০ বিলিয়ন ইউরোরও বেশি (২৩৪ বিলিয়ন ডলার) সম্পদ জব্দ করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। 

হাঙ্গেরির নেতা ভিক্টর অরবান যদি নতি স্বীকার না করেন, তাহলে মস্কোর ওপর ব্লকের অর্থনৈতিক শাস্তি বহাল রাখার জন্য, তারা আকস্মিক পরিকল্পনা তৈরি করছেন বলে কর্মকর্তারা সম্মত হওয়ার পর এ সিদ্ধান্ত এলো।

জানুয়ারিতে যখন নিষেধাজ্ঞাগুলো নবায়নের জন্য শেষবারের মতো আলোচনায় আসে, তখন অরবান এই সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রতি ছয় মাস অন্তর নিষেধাজ্ঞা নবায়নের প্রয়োজন হয়। 
ইইউ নিশ্চিত করে জানিয়েছে, তবে তাদের বিদ্যমান পদক্ষেপগুলো বহাল থাকলেও, হাঙ্গেরির মিত্র স্লোভাকিয়ার বাধার কারণে তারা নিষেধাজ্ঞার নতুন প্যাকেজের অনুমোদন পেতে ব্যর্থ হয়েছে।

স্লোভাকিয়ার নেতা রবার্তো ফিকো শীর্ষ সম্মেলনে নিষেধাজ্ঞার নতুন দফা অনুমোদন দিতে অস্বীকৃতি জানান, কারণ ২০২৭ সালের শেষ নাগাদ রাশিয়ান গ্যাস আমদানি বন্ধ করার পরিকল্পনা নিয়ে ব্রাসেলসের সাথে পৃথক বিরোধ ছিল।

স্লোভাকিয়া রাশিয়ান গ্যাস আমদানির ওপর নির্ভরশীল এবং তার অঞ্চল জুড়ে পাইপলাইনে সরবরাহের জন্য ট্রানজিট ফি থেকে অর্থ উপার্জন করে।

ফিকো বৃহস্পতিবার ইইউ প্রধান উরসুলা ভন ডার লিয়েনের সাথে আলোচনা করেছিলেন।  কিন্তু তিনি যে ছাড় চান, তা পেতে ব্যর্থ হন। 

তিনি ঘোষণা করেছিলেন যে, তিনি নিষেধাজ্ঞা প্যাকেজের অনুমোদন স্থগিত রাখবেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি ভিডিও বক্তৃতায় ইইউ নেতাদের ‘রাশিয়ার তেল বাণিজ্য, ছায়া ট্যাঙ্কার বহর, ব্যাংক এবং অস্ত্র তৈরির জন্য সরঞ্জাম বা যন্ত্রাংশ আনার জন্য সরবরাহ শৃঙ্খলগুলোকে লক্ষ্য করে’ শক্তিশালী প্যাকেজ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

তবে কর্মকর্তারা বলছেন, রাশিয়ার তেল রপ্তানির ওপর মূল্যসীমা কমানোর প্রচেষ্টা স্থগিত রাখা হয়েছে, কারণ ওয়াশিংটন একটি বৃহত্তর জি৭ উদ্যোগের অংশ হিসেবে এই প্রচেষ্টাকে সমর্থন করতে ব্যর্থ হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই হত্যাকাণ্ডের মামলায় পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত
টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আফগান অভিবাসী বহনকারী বাস দুর্ঘটনায় নিহত ৭৬
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় খুনের দায়ে একব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ভোলা পৌর শহরে মশক নিধন অব্যাহত থাকায় স্বস্তির নি:শ্বাস ফেলছে পৌরবাসী
শুল্ক নিয়ে ব্রাজিলের ডব্লিউটিও প্রতিনিধিদের সাথে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র
পাকিস্তানে মৌসুমি বৃষ্টিপাতে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু 
জুলাইয়ে প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে যুক্তরাজ্যের বার্ষিক মুদ্রাস্ফীতি
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক 
বাঘাইছড়িতে অবৈধ ভারতীয় সিগারেট উদ্ধার
১০