মেক্সিকোর গণকবর থেকে ৩৪ মরদেহ উদ্ধার 

বাসস
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১৪:০৬

ঢাকা, ২৭ জুন, ২০২৫ (বাসস) : মেক্সিকোর কর্তৃপক্ষ অপরাধমূলক সহিংসতায় জর্জরিত পশ্চিমাঞ্চলের একটি গণকবর থেকে ৩৪টি দেহাবশেষ উদ্ধার করেছে। 

দেশটির স্থানীয় রাজ্য প্রসিকিউটরের দপ্তর এ তথ্য জানিয়েছে।

মেক্সিকোর গুয়াদালাজারা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

প্রসিকিউটর সালভাদর গঞ্জালেজ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দেশের অন্যতম শক্তিশালী মাদক চক্রের আবাসস্থল জালিস্কো রাজ্যের জাপোপানে নির্মাণ কাজের সময় দেহাবশেষ পাওয়া গেছে।

ফেব্রুয়ারিতে প্রাথমিক আবিষ্কারের পর মৃতদেহ অনুসন্ধানের জন্য মাটির নিচে মরদেহ খুঁজে বের করতে রাডার ও মরদেহ শনাক্তকারী কুকুর ব্যবহার করা হয়।

ল্যাটিন আমেরিকান জাতির অপরাধী গোষ্ঠীগুলো প্রায়শই তাদের শিকারদের অচিহ্নিত কবরে কবর দেয়, অথবা কোনও চিহ্ন না রেখে পুড়িয়ে দেয়।

জালিস্কো মেক্সিকোর অন্যতম অঞ্চল যেখানে নিখোঁজ ব্যক্তি সংকট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে ১ লাখ ২৭ হাজারের বেশি মানুষ নিখোঁজ হয়েছে।

মেক্সিকোর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে জালিস্কো অন্যতম। যেখানে নিখোঁজ ব্যক্তি সংকট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১ লাখ ২৭ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছে।

রাজ্যটি জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের একটি শক্ত ঘাঁটি, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কর্তৃক সন্ত্রাসী সংগঠন হিসেবে শ্রেণীবদ্ধ মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর মধ্যে একটি।

মেক্সিকোতে ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত অপরাধমূলক সহিংসতায় প্রায় চার লাখ ৮০ হাজার মানুষ নিহত হয়েছেন।

দেশটিতে সারা দেশে শত শত কবর আবিষ্কৃত হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই হত্যাকাণ্ডের মামলায় পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত
টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আফগান অভিবাসী বহনকারী বাস দুর্ঘটনায় নিহত ৭৬
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় খুনের দায়ে একব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ভোলা পৌর শহরে মশক নিধন অব্যাহত থাকায় স্বস্তির নি:শ্বাস ফেলছে পৌরবাসী
শুল্ক নিয়ে ব্রাজিলের ডব্লিউটিও প্রতিনিধিদের সাথে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র
পাকিস্তানে মৌসুমি বৃষ্টিপাতে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু 
জুলাইয়ে প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে যুক্তরাজ্যের বার্ষিক মুদ্রাস্ফীতি
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক 
বাঘাইছড়িতে অবৈধ ভারতীয় সিগারেট উদ্ধার
১০