বিশ্বব্যাপী ঝুঁকির মুখে মেক্সিকোয় সুদের হার হ্রাস

বাসস
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১৫:০৬

ঢাকা, ২৭ জুন, ২০২৫ (বাসস) : বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সম্ভাব্য প্রভাব মোকাবেলায় মেক্সিকোর কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবার চতুর্থবারের মতো পরপর অর্ধ শতাংশ পয়েন্ট হারে বেঞ্চমার্ক সুদের হার কমানোর ঘোষণা দিয়েছে। এতে মূল সুদের হার দাঁড়াল ৮ শতাংশে। 

মেক্সিকো সিটি থেকে এএফপি জানায়, ব্যাংকের এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ব্যাংক অফ মেক্সিকোর পরিচালনা পর্ষদের এই সিদ্ধান্ত সর্বসম্মত ছিল না। পাঁচ সদস্যের মধ্যে একজন এই সিদ্ধান্তের বিরোধিতা করেন।

কেন্দ্রীয় ব্যাংকের সামনে থাকা মন্দাভাবের দিকে ধাবমান অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আবারও মাথাচাড়া দেওয়া মুদ্রাস্ফীতি এ দুই প্রধান চ্যালেঞ্জকেই প্রতিফলিত করেছে। 

ব্যাংক অফ মেক্সিকো জানায়, বৈশ্বিক ঝুঁকিগুলোর মধ্যে রয়েছে ‘বাণিজ্য উত্তেজনার বৃদ্ধি, ভূ-রাজনৈতিক অস্থিরতার তীব্রতা ও সেগুলোর সম্ভাব্য প্রভাব- যা মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক কার্যক্রম ও আর্থিক বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে।

ব্যাংক আরও জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক থাকায়, লাটিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি মেক্সিকোকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত শুল্ক নীতির কারণে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাই বৈদেশিক বাণিজ্য উত্তেজনার পরিপ্রেক্ষিতে, বিশ্ব অর্থনীতি ও যুক্তরাষ্ট্রের অর্থনীতি উভয়ই ২০২৫ ও ২০২৬ সালে মন্থরগতির দিকে যেতে পারে।

বিশ্লেষকরা গত মাসের তুলনায় ব্যাংকের বিবৃতিতে সূক্ষ্ম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। 

ডাচ আর্থিক প্রতিষ্ঠান রাবোব্যাংক এক নোটে জানিয়েছে, মেক্সিকোর অর্থনৈতিক কার্যক্রম মন্থর হয়ে যাচ্ছে। কিন্তু একই সাথে মুদ্রাস্ফীতিও আবার মাথাচাড়া দিচ্ছে।

উল্লেখ্য, মে মাসে ভোক্তা মূল্যস্ফীতি দাঁড়ায় ৪ দশমিক ৪ শতাংশ, যা এপ্রিলের ৩ দশমিক ৯ শতাংশের তুলনায় বেশি।

রাবোব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, মেক্সিকোর কেন্দ্রীয় ব্যাংক আগামী দুই বৈঠকে ছোট পরিসরে অর্থাৎ প্রতি বার ০ দশমিক ২৫ শতাংশ পয়েন্ট করে সুদের হার কমাতে পারে।

গভর্নিং বোর্ড আশা করছে যে, মুদ্রাস্ফীতি ভালো হওয়ার আগে আরও খারাপ হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই হত্যাকাণ্ডের মামলায় পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত
টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আফগান অভিবাসী বহনকারী বাস দুর্ঘটনায় নিহত ৭৬
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় খুনের দায়ে একব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ভোলা পৌর শহরে মশক নিধন অব্যাহত থাকায় স্বস্তির নি:শ্বাস ফেলছে পৌরবাসী
শুল্ক নিয়ে ব্রাজিলের ডব্লিউটিও প্রতিনিধিদের সাথে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র
পাকিস্তানে মৌসুমি বৃষ্টিপাতে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু 
জুলাইয়ে প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে যুক্তরাজ্যের বার্ষিক মুদ্রাস্ফীতি
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক 
বাঘাইছড়িতে অবৈধ ভারতীয় সিগারেট উদ্ধার
১০