বিশ্বব্যাপী ঝুঁকির মুখে মেক্সিকোয় সুদের হার হ্রাস

বাসস
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১৫:০৬

ঢাকা, ২৭ জুন, ২০২৫ (বাসস) : বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সম্ভাব্য প্রভাব মোকাবেলায় মেক্সিকোর কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবার চতুর্থবারের মতো পরপর অর্ধ শতাংশ পয়েন্ট হারে বেঞ্চমার্ক সুদের হার কমানোর ঘোষণা দিয়েছে। এতে মূল সুদের হার দাঁড়াল ৮ শতাংশে। 

মেক্সিকো সিটি থেকে এএফপি জানায়, ব্যাংকের এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ব্যাংক অফ মেক্সিকোর পরিচালনা পর্ষদের এই সিদ্ধান্ত সর্বসম্মত ছিল না। পাঁচ সদস্যের মধ্যে একজন এই সিদ্ধান্তের বিরোধিতা করেন।

কেন্দ্রীয় ব্যাংকের সামনে থাকা মন্দাভাবের দিকে ধাবমান অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আবারও মাথাচাড়া দেওয়া মুদ্রাস্ফীতি এ দুই প্রধান চ্যালেঞ্জকেই প্রতিফলিত করেছে। 

ব্যাংক অফ মেক্সিকো জানায়, বৈশ্বিক ঝুঁকিগুলোর মধ্যে রয়েছে ‘বাণিজ্য উত্তেজনার বৃদ্ধি, ভূ-রাজনৈতিক অস্থিরতার তীব্রতা ও সেগুলোর সম্ভাব্য প্রভাব- যা মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক কার্যক্রম ও আর্থিক বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে।

ব্যাংক আরও জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক থাকায়, লাটিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি মেক্সিকোকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত শুল্ক নীতির কারণে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাই বৈদেশিক বাণিজ্য উত্তেজনার পরিপ্রেক্ষিতে, বিশ্ব অর্থনীতি ও যুক্তরাষ্ট্রের অর্থনীতি উভয়ই ২০২৫ ও ২০২৬ সালে মন্থরগতির দিকে যেতে পারে।

বিশ্লেষকরা গত মাসের তুলনায় ব্যাংকের বিবৃতিতে সূক্ষ্ম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। 

ডাচ আর্থিক প্রতিষ্ঠান রাবোব্যাংক এক নোটে জানিয়েছে, মেক্সিকোর অর্থনৈতিক কার্যক্রম মন্থর হয়ে যাচ্ছে। কিন্তু একই সাথে মুদ্রাস্ফীতিও আবার মাথাচাড়া দিচ্ছে।

উল্লেখ্য, মে মাসে ভোক্তা মূল্যস্ফীতি দাঁড়ায় ৪ দশমিক ৪ শতাংশ, যা এপ্রিলের ৩ দশমিক ৯ শতাংশের তুলনায় বেশি।

রাবোব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, মেক্সিকোর কেন্দ্রীয় ব্যাংক আগামী দুই বৈঠকে ছোট পরিসরে অর্থাৎ প্রতি বার ০ দশমিক ২৫ শতাংশ পয়েন্ট করে সুদের হার কমাতে পারে।

গভর্নিং বোর্ড আশা করছে যে, মুদ্রাস্ফীতি ভালো হওয়ার আগে আরও খারাপ হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাটোরে খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া মাহফিল  
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় বিএনপি’র দোয়া ও মোনাজাত
বই-ব্যাগ ছাড়াই স্কুলে ফিরছে গাজার শিশুরা
বিএনপির আরও ৯ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
রোববার শুরু হচ্ছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ‘বসকন-২৫
বরিশালে চোরাই কয়লাসহ ১২ চোরাকারবারি আটক
কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কারিগর আটক
গোবিন্দগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত
বান্দরবানে ৭৫০ নেতাকর্মীকে বিএনপি প্রার্থী সাচিং প্রু’র সম্মাননা
দিনাজপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 
১০