ফ্রান্সে সমুদ্র সৈকত পার্ক ও বাসস্ট্যান্ডে ধূমপান নিষিদ্ধ 

বাসস
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১৪:২৬

ঢাকা, ২৮ জুন ২০২৫ (বাসস):  ফ্রান্স সরকার রোববার থেকে সমুদ্র সৈকত, পার্ক, গণউদ্যান, বাসস্ট্যান্ড ও আশ্রয়কেন্দ্র ধূমপান নিষিদ্ধ করছে। শনিবার সরকারি গেজেটে প্রকাশিত এক ডিক্রিতে এ তথ্য জানানো হয়।

প্যারিস থেকে এএফপি জানায়, শিশুদের প্যাসিভ স্মোকিং (পরোক্ষ ধূমপান) থেকে রক্ষা করার জন্য নতুন নিয়ম অনুযায়ী, লাইব্রেরি, সুইমিং পুল এবং স্কুলের বাইরেও ধূমপান নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের ১৩৫ ইউরো (প্রায় ১৫৮ ডলার) জরিমানা গুণতে হবে। তবে ডিক্রিতে ই-সিগারেট সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি।

ফ্রান্সের স্বাস্থ্য ও পরিবারবিষয়ক মন্ত্রী ক্যাথরিন ভাত্রাঁ গত মে মাসে বলেন, যেসব জায়গায় শিশু আছে, সেখানে তামাকের অস্তিত্ব থাকা চলবে না।

তিনি জোর দিয়ে বলেন, শিশুদের বিশুদ্ধ বাতাসে নিশ্বাস নেওয়ার অধিকার আছে।

তবে ক্যাফে টেরেস (রেস্তোরাঁ বা কফি শপের বাইরের খোলা বসার জায়গা) এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

ফ্রান্সে প্রতি বছর প্রায় ৭৫ হাজার মানুষ তামাকজনিত জটিলতায় মারা যান। সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ ফরাসি নাগরিক জনসমক্ষে ধূমপান নিষিদ্ধের পক্ষে মত দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
১০