ফ্রান্সে সমুদ্র সৈকত পার্ক ও বাসস্ট্যান্ডে ধূমপান নিষিদ্ধ 

বাসস
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১৪:২৬

ঢাকা, ২৮ জুন ২০২৫ (বাসস):  ফ্রান্স সরকার রোববার থেকে সমুদ্র সৈকত, পার্ক, গণউদ্যান, বাসস্ট্যান্ড ও আশ্রয়কেন্দ্র ধূমপান নিষিদ্ধ করছে। শনিবার সরকারি গেজেটে প্রকাশিত এক ডিক্রিতে এ তথ্য জানানো হয়।

প্যারিস থেকে এএফপি জানায়, শিশুদের প্যাসিভ স্মোকিং (পরোক্ষ ধূমপান) থেকে রক্ষা করার জন্য নতুন নিয়ম অনুযায়ী, লাইব্রেরি, সুইমিং পুল এবং স্কুলের বাইরেও ধূমপান নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের ১৩৫ ইউরো (প্রায় ১৫৮ ডলার) জরিমানা গুণতে হবে। তবে ডিক্রিতে ই-সিগারেট সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি।

ফ্রান্সের স্বাস্থ্য ও পরিবারবিষয়ক মন্ত্রী ক্যাথরিন ভাত্রাঁ গত মে মাসে বলেন, যেসব জায়গায় শিশু আছে, সেখানে তামাকের অস্তিত্ব থাকা চলবে না।

তিনি জোর দিয়ে বলেন, শিশুদের বিশুদ্ধ বাতাসে নিশ্বাস নেওয়ার অধিকার আছে।

তবে ক্যাফে টেরেস (রেস্তোরাঁ বা কফি শপের বাইরের খোলা বসার জায়গা) এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

ফ্রান্সে প্রতি বছর প্রায় ৭৫ হাজার মানুষ তামাকজনিত জটিলতায় মারা যান। সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ ফরাসি নাগরিক জনসমক্ষে ধূমপান নিষিদ্ধের পক্ষে মত দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার যোগদান
নাইজেরিয়ায় নৌকাডুবিতে '৪০ জনেরও বেশি নিখোঁজ'
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট অভিযান
চুয়াডাঙ্গায় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও সভা
অবৈধ কর্মী ছাঁটাইয়ের জন্য কোয়ান্টাসকে ৫৯ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা
ভারতে এক নারী হত্যার ভিডিও কক্সবাজারের বলে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট
শিবচরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইমামের মৃত্যু
ট্রাম্পের সাথে আলোচনার জন্য ওয়াশিংটনে জেলেনস্কি
দীর্ঘ প্রতীক্ষা শেষে ২০ আগস্ট চালু হচ্ছে তৃতীয় তিস্তা সড়ক সেতু
শাহজালাল বিমানবন্দরে ৮৮৭.৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার, আটক ৩
১০