ফ্রান্সে সমুদ্র সৈকত ও পার্কে ধূমপান নিষিদ্ধ

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১৫:৩৪

ঢাকা, ২৯ জুন, ২০২৫ (বাসস) : শিশুদের পরোক্ষ ধূমপানের বিপদ থেকে রক্ষা করার লক্ষ্যে ফ্রান্সের সমুদ্র সৈকত বা পাবলিক পার্কে রোববার থেকে ধূমপান আইনত নিষিদ্ধ করা হয়েছে।

প্যারিস থেকে এএফপি জানায়, বাসস্ট্যান্ড,  লাইব্রেরি, সুইমিং পুল ও স্কুলের আশেপাশের এলাকা এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে। শনিবার সরকারি গেজেটে প্রকাশের একদিন পর এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।

ফ্রান্সে স্কুল ছুটি শুরু হওয়ার এক সপ্তাহ আগে এই নিয়ম আরোপ করা হচ্ছে যাতে করে সমুদ্র সৈকতে শিশুদের ধোঁয়া থেকে তাৎক্ষণিকভাবে রক্ষা করা যায়।

তবে, কিছু তামাকবিরোধী কর্মীরা এ ব্যপারে হতাশ কারণ এই নিষেধাজ্ঞা বার ও রেস্তোরাঁর টেরেসগুলোর ক্ষেত্রে প্রযোজ্য নয়, যেখানে অনেক ফরাসি এখনও আনন্দের সাথে লাইটার জ্বালান।

ইলেকট্রনিক সিগারেটের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য না হওয়ায়ও তারা অসন্তোষ প্রকাশ করেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পূর্ব ঘোষণায় প্রাথমিকভাবে মঙ্গলবার থেকে এই নিয়ম কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু সরকারি গেজেটে প্রকাশিত তথ্যে রোববার থেকে কার্যকরের কথা বলা হয়েছে।

স্কুল, সুইমিং পুল, লাইব্রেরি এবং অপ্রাপ্তবয়স্কদের ক্ষতি করে এমন অন্যান্য স্থানের ১০ মিটার ব্যাসার্ধের মধ্যেও মানুষের ধূমপান করা উচিত না।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামী দিনে এসব এলাকায় ধূমপানের জন্য সর্বনিম্ন দূরত্ব ঘোষণা করা হবে এবং এই ধরনের এলাকা চিহ্নিত করার জন্য সাইনবোর্ড ব্যবহৃত হবে।

নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীদের ১৩৫ ইউরো থেকে সর্বোচ্চ ৭০০ ইউরো পর্যন্ত জরিমানা করা হতে পারে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন নিয়ম ব্যাখ্যা করার সাথে সাথে প্রাথমিক গ্রেস পিরিয়ড আশা করছে।

স্বাস্থ্য ও পরিবার মন্ত্রী ক্যাথেরিন ভাউট্রিন বলেন, ‘যেসব জায়গায় শিশু অবস্থান করে সেসব জায়গা থেকে তামাক বিলুপ্ত করতে হবে। পার্ক, সমুদ্র সৈকত, স্কুল  এগুলো খেলার, শেখার এবং শ্বাস নেওয়ার জায়গা, ধূমপানের জন্য নয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
১০