নেতানিয়াহুকে ‘চলে যেতে হবে’: নাফতালি বেনেট

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১৬:৪২

ঢাকা, ২৯ জুন, ২০২৫ (বাসস) : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

তবে দেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী এই নেতার সঙ্গে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সে বিষয়ে কিছু জানাননি।

জেরুজালেম থেকে এএফপি জানায়, শনিবার ইসরাইলের চ্যানেল ১২-এর সঙ্গে প্রচারিত এক সাক্ষাৎকারে, সাবেক প্রধানমন্ত্রী বেনেট বলেন, নেতানিয়াহু ২০ বছর ধরে ক্ষমতায় আছেন যা অনেক বেশি সময়।

বেনেট বলেন, ‘ইসরাইলি সমাজে যে বিভাজন তৈরি হয়েছে, তার জন্য নেতানিয়াহুর ওপর বড় ধরনের দায় বর্তায়।’

তিনি আরো জানান, নেতানিয়াহুর শক্তিশালী সমর্থক রয়েছে ঠিকই, তবে একইসঙ্গে রয়েছে তীব্র বিরোধিতাও। গাজা যুদ্ধ শুরুর পর, ২০২৩ সালের অক্টোবর থেকে তার নেতৃত্ব নিয়ে যেভাবে প্রশ্ন উঠেছে, তাতে অনেকেই তার পদত্যাগ দাবি করছেন।

সাবেক প্রধানমন্ত্রী ও ডানপন্থি নেতা বেনেট বলেন, নেতানিয়াহুকে ‘অবশ্যই যেতে হবে।’ ২০২১ সালে তিনি নেতানিয়াহু বিরোধীদের সঙ্গে জোট গড়ে ১২ বছর টানা ক্ষমতায় থাকা নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দেন।

তবে বেনেট ও বর্তমান বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ মিলে যে নাজুক জোট সরকার গঠন করেছিলেন, তা প্রায় এক বছর পরই ভেঙে পড়ে। এরপর অনুষ্ঠিত আগাম নির্বাচনে কট্টর ডানপন্থি ও অতি-অর্থডক্স ইহুদি দলগুলোর সমর্থনে নেতানিয়াহু আবার প্রধানমন্ত্রী পদে ফিরে আসেন।

রাজনীতি থেকে বিরতি নেওয়া বেনেটের ফিরে আসার গুঞ্জন উঠেছে। জনমত জরিপে দেখা যাচ্ছে, তার যথেষ্ট সমর্থন আছে নেতানিয়াহুকে আবারও ক্ষমতাচ্যুত করার জন্য।

আগাম নির্বাচনের ধারা থাকলেও, দেশটিতে ২০২৬ সালের শেষের আগে ভোটের কোনো পরিকল্পনা নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
১০