যুক্তরাষ্ট্রের আইডাহো রাজ্যে অগ্নিনির্বাপকদের ওপর অতর্কিত হামলায় নিহত ২

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১১:২৫

ঢাকা, ৩০ জুন, ২০২৫ (বাসস) : মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য আইডাহোতে রোববার চলমান সংঘর্ষে অজ্ঞাত সংখ্যক বন্দুকধারী কর্তৃক অগ্নিনির্বাপকদের ওপর অতর্কিত হামলায় কমপক্ষে দুইজন নিহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় শেরিফ এ তথ্য জানিয়েছেন।

লস অ্যাঞ্জেলেস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

শেরিফ রবার্ট নরিস সাংবাদিকদের বলেন, কুটেনাই কাউন্টির পাহাড়ের ধারে এখনও আগুন জ্বলছে, আইন প্রয়োগকারী সংস্থাগুলো বন্দুকধারীদের সাথে গুলি বিনিময় করছে। তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘বন্দুকধারীদের হামলায় দুজনের মৃত্যু হয়েছে। হতাহতের সংখ্যা এখনও অজানা। পাহাড় থেকে বেসামরিক নাগরিকরা বেরিয়ে আসছে।

আমরা বন্দুকধারীদের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্রিয়ভাবে গুলি চালিয়ে যাচ্ছি’। 

শেরিফ বলেন, উচ্চ ক্ষমতাসম্পন্ন রাইফেল দিয়ে হামলা চালানো হয়েছিল। আইন প্রয়োগকারী সংস্থার লক্ষ্য ছিল আক্রমণকারীদের খুঁজে বের করা এবং দেখামাত্র গুলি করা।

তিনি আরো বলেন,  ‘আমি তাদের হুমকিকে নিষ্কিয় করার জন্য গুলি চালানোর নির্দেশ দেই। বন্দুকধারীরা আত্মসমর্পণ করেনি।’ অতর্কিত হামলায় নিহত দুই ব্যক্তি অগ্নিনির্বাপক কর্মী।

এফবিআইয়ের উপ-পরিচালক ড্যান বোঙ্গিনো এই হামলাকে  ‘একটি সক্রিয় দৃশ্য’ হিসাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ব্যুরো ‘কৌশলগত এবং অপারেশনাল সহায়তা প্রদানের জন্য’ কর্মীদের পাঠাচ্ছে। এর আগে, স্থানীয় দমকল প্রধান প্যাট রিলে এই হামলায় নিজেকে ‘মর্মাহত’ বলে বর্ণনা করেছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে গুরুতর বন্দুক সহিংসতা সাধারণ ঘটনা। বৃহত্তর বন্দুক নিয়ন্ত্রণের জন্য ব্যাপক সমর্থন থাকা সত্ত্বেও অনেক রাজ্যে আগ্নেয়াস্ত্র কেনার ক্ষেত্রে খুব কম বাধা রয়েছে।

গান ভায়োলেন্স আর্কাইভ অনুসারে, এই বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ১৮৯টি গণহত্যা ঘটেছে। বন্দুকধারী ছাড়া কমপক্ষে চারজন নিহত বা আহত হয়েছে এমন ঘটনাকে সংস্থাটি গণহত্যা হিসাবে সংজ্ঞায়িত করেছে।আইডাহোর গভর্নর ব্র্যাড লিটল এই হামলাকে ‘আমাদের সাহসী অগ্নিনির্বাপকদের ওপর একটি জঘন্য সরাসরি আক্রমণ’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি ফেসবুকে এক পোস্টে বলেছেন, ‘এই আক্রমণে তিনি ‘মর্মাহত’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার যোগদান
নাইজেরিয়ায় নৌকাডুবিতে '৪০ জনেরও বেশি নিখোঁজ'
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট অভিযান
চুয়াডাঙ্গায় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও সভা
অবৈধ কর্মী ছাঁটাইয়ের জন্য কোয়ান্টাসকে ৫৯ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা
ভারতে এক নারী হত্যার ভিডিও কক্সবাজারের বলে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট
শিবচরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইমামের মৃত্যু
ট্রাম্পের সাথে আলোচনার জন্য ওয়াশিংটনে জেলেনস্কি
দীর্ঘ প্রতীক্ষা শেষে ২০ আগস্ট চালু হচ্ছে তৃতীয় তিস্তা সড়ক সেতু
শাহজালাল বিমানবন্দরে ৮৮৭.৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার, আটক ৩
১০