গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাস নেতার সঙ্গে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১১:৪৭

ঢাকা, ৩০ জুন, ২০২৫ (বাসস) : গাজায় মানবিক পরিস্থিতি ও যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন হামাসের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু।

ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

আনাদোলুর খবরে বলা হয়, ইব্রাহিম কালিন হামাসের রাজনৈতিক পরিষদের প্রধান মোহাম্মদ দারউইশ এবং তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে একটি অজ্ঞাত স্থানে বৈঠক করেন।

বৈঠকে গাজার মানবিক বিপর্যয়, তুরস্কের যুদ্ধ থামানোর প্রচেষ্টা এবং দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়, আলোচনায় ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মধ্যে আন্তঃসম্প্রীতির প্রয়োজনীয়তা এবং গাজায় এর আগে বেশ কয়েক মাস ধরেই মধ্যস্থতাকারীরা গাজায় যুদ্ধবিরতির আলোচনা চালিয়ে আসছেন। ইসরাইল দুই মাসেরও বেশি সময় ধরে গাজায় খাদ্য প্রবেশ পুরোপুরি বন্ধ রাখে। এতে সেখানে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দেয়।

পরে মার্কিন-ইসরাইল সমর্থিত সংস্থা ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ)-এর মাধ্যমে সীমিত খাদ্য সহায়তা কার্যক্রম শুরু হয়। তবে ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণ ও বিশৃঙ্খলা নিয়ে এই সংস্থা বিতর্কের মুখে পড়েছে।

প্রত্যক্ষদর্শী ও গাজা কর্তৃপক্ষ জানায়, জিএইচএফ-এর ত্রাণ নিতে গিয়ে অনেক ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
১০