তুরস্কের ইজমির প্রদেশে দাবানলে ঘরবাড়ি হুমকির মুখে

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১৫:০৫

ঢাকা, ৩০ জুন, ২০২৫ (বাসস) : তুরস্কের পশ্চিমে ইজমির প্রদেশের ঘরবাড়ি ও শিল্প এলাকা দাবানলের হুমকির মুখে পড়েছে স্থানীয় সংবাদমাধ্যম ও এফপির সঙ্গে যোগাযোগ করা এক প্রত্যক্ষদর্শী এ তথ্য জানায়।

আঙ্কারা থেকে এএফপি জানায়, গভর্নর সুলেমান এলবান বলেন, ইজমির প্রদেশের দক্ষিণে সেফেরিহিসার ও মেন্দেরেস জেলার মধ্যে স্থানীয় সময় দুপুর ১ টার দিকে (গ্রিনিচ মান সময় ১০.০০ টায়) আগুনের সূত্রপাত হয় এবং ঘন্টায় ১১৭ কিমি বেগে বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে।

গভর্নর আরও বলেন, তীব্র বাতাসের কারণে হেলিকপ্টার বন্ধ হয়ে গেছে, দাবানল মোকাবিলায় ব্যবহার্য ওয়াটার বোম্বিং এয়ারক্র্যফট এবং একটি বিশাল স্থল কর্মী দল আগুন নেভানোর জন্য লড়াই করছে।

গভর্নর বলেন, আগুন আবাসিক এলাকার দিকে এগিয়ে আসার সাথে সাথে সেফেরিহিসার জেলার পাঁচটি এলাকা খালি করা হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী ফোনে এএফপিকে জানিয়েছেন, উর্কমেজ গ্রামের বাসিন্দারা আগুন নেভানোর জন্য এবং তাদের ঘরবাড়ি রক্ষার জন্য গাছ কেটে ফেলছেন।

তুরস্কের তৃতীয় বৃহত্তম নগরী ইজমির থেকে ১৩ কিলোমিটার দূরবর্তী গাজিমিরের একটি ল্যান্ডফিলে পৃথক অগ্নিকাণ্ড নিকটবর্তী বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং ওটোকেন্ট শিল্প অঞ্চলের জন্য হুমকি হয়ে উঠেছে এখানে বেশ কয়েকটি গাড়ির ডিলারশিপ রয়েছে। তুর্কি চ্যানেল এনটিভি সম্প্রচারিত ফুটেজে একটি ডিলারশিপে আগুন জ্বলতে দেখা গেছে।

তুর্কি সংবাদমাধ্যম জানিয়েছে, ইজমির বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
১০