জলবায়ু বিপর্যয় ও সংঘাতে বিপর্যস্ত বিশ্বে সহায়তা বাড়ানোর আহ্বান জাতিসংঘ মহাসচিবের

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ২০:৩২

ঢাকা, ৩০ জুন, ২০২৫ (বাসস): জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বৈষম্য, জলবায়ু বিশৃঙ্খলা ও সংঘাতে বিপর্যস্ত বিশ্বে ‘উন্নয়ন সহায়তার ইঞ্জিন’ আরো বৃদ্ধি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। 

তিনি ‘সহায়তার ইঞ্জিন’ বলতে সহায়তা দেওয়ার গতি ও পরিমাণ বৃদ্ধিকে বুঝিয়েছেন, যাতে বিশ্বব্যাপী দারিদ্র্য, বৈষম্য ও সংকট মোকাবিলা করা যায়।

সেভিয়া থেকে এএফপি এ খবর জানিয়েছে। 

সোমবার স্পেনের দক্ষিণাঞ্চলীয় সেভিয়া শহরে অনুষ্ঠিত চতুর্থ আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সম্মেলনের উদ্বোধনী ভাষণে তিনি এ কথা বলেন। ৩০ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত চলা এ সম্মেলন গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় উন্নয়ন সহায়তা বিষয়ক সম্মেলন।

গুতেরেস বলেন, আমরা একত্রিত হয়েছি উন্নয়ন সহায়তার গতি ত্বরান্বিত করতে, কারণ এই খাত এখন বিশাল প্রতিকূলতার মুখোমুখি। তার মতে, বৈশ্বিক উন্নয়ন সহযোগিতা খাত বর্তমানে ধীরগতির অর্থনীতি, বাণিজ্য উত্তেজনা এবং সহায়তা বাজেটের কাটছাটে বিপর্যয়ের মুখে পড়েছে।

বিশ্বের ধনী দাতা দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সহায়তা বাজেট কমিয়েছে বা কমানোর পরিকল্পনা করছে। এতে উন্নয়নশীল দেশগুলোর বিশেষ করে যেসব দেশ ঋণের বোঝায় জর্জরিত, সেসব দেশে স্বাস্থ্য, শিক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রমে অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। 

জাতিসংঘ মহাসচিব বলেন, জাতিসংঘের ২০৩০ সালের যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা রয়েছে, তার দুই তৃতীয়াংশই পিছিয়ে রয়েছে। এসব লক্ষ্য পূরণে প্রতিবছর ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রয়োজন।

এই সংকটের কারণে অনেক শিশু টিকা পাচ্ছে না, বহু মেয়ে শিক্ষাপ্রতিষ্ঠান ছেড়ে দিচ্ছে এবং বহু পরিবার অনাহারে দিন কাটাচ্ছে। গুতেরেস বিশ্ব নেতাদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, ‘এই পথ পরিবর্তন’ করতে হবে। 

সম্মেলনের শেষ দিন একটি ঘোষণাপত্র গৃহীত হবে, এতে দারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণ, নারী অধিকার ও সমতা, কর ব্যবস্থার সংস্কার এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হবে।
তবে সবচেয়ে বড় বৈদেশিক সাহায্য দাতা দেশ যুক্তরাষ্ট্র সম্মেলনে যোগ দেয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাটোরে খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া মাহফিল  
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় বিএনপি’র দোয়া ও মোনাজাত
বই-ব্যাগ ছাড়াই স্কুলে ফিরছে গাজার শিশুরা
বিএনপির আরও ৯ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
রোববার শুরু হচ্ছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ‘বসকন-২৫
বরিশালে চোরাই কয়লাসহ ১২ চোরাকারবারি আটক
কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কারিগর আটক
গোবিন্দগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত
বান্দরবানে ৭৫০ নেতাকর্মীকে বিএনপি প্রার্থী সাচিং প্রু’র সম্মাননা
দিনাজপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 
১০