গাজায় বন্দিদের মুক্তিতে ‘সুযোগ’ দেখছে নেতানিয়াহু

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ২০:৩৭

ঢাকা, ৩০ জুন, ২০২৫ (বাসস) : ইরানের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধে জয়লাভের পর গাজায় জিম্মিদের মুক্তির ‘সুযোগ’ তৈরি হয়েছে বলে দাবী করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

জেরুজালেম থেকে এএফপি এই খবর জানিয়েছে।

রোববার নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘এই বিজয়ের পর এখন বহু সুযোগের দ্বার খুলে গেছে। সবার আগে রয়েছে জিম্মিদের উদ্ধার করার সুযোগ।’

তিনি আরো বলেন, ‘অবশ্যই গাজার বিষয়টিও আমাদের সমাধান করতে হবে। হামাসকে পরাজিত করতে হবে। আমি মনে করি, আমরা দুটি লক্ষ্যেই পৌঁছাতে পারব।’  

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে দমন করতে ইসরাইলের চলমান অভিযানের কথা উল্লেখ করে তিনি এসব মন্তব্য করেন।

রোববার রাতেই বন্দিদের পরিবারগুলোর প্রধান সংগঠন ‘ হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম’ এক বিবৃতিতে ইসরাইলি প্রধানমন্ত্রীর এ বক্তব্যকে স্বাগত জানিয়েছে। 

তারা বলেছে, ২০ মাস পর অবশেষে জিম্মিদের ফেরত আনার বিষয়টিকে প্রথম অগ্রাধিকার হিসেবে ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু।

সংগঠনটি জানায়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘোষণা। তবে সব জিম্মিকে মুক্ত করার একমাত্র উপায় হলো পূর্ণাঙ্গ চুক্তির মাধ্যমে যুদ্ধ বন্ধ করা। উদ্ধার অভিযানের মাধ্যমে নয়। কারণ এটি জিম্মি ও ইসরাইলি সেনা উভয়ের জীবন ঝুঁকিতে ফেলে। 

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরাইল আক্রমণের সময় ফিলিস্তিনি যোদ্ধারা ২৫১ জনকে জিম্মি করে। এর মধ্যে ৪৯ জন এখনো গাজায় আটক আছেন বলে ধারণা করা হয়। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, এর মধ্যে ২৭ জন ইতোমধ্যে মারা গেছেন। এছাড়া, ২০১৪ সালে নিহত এক ইসরাইলি সেনার মরদেহও হামাসের হেফাজতে রয়েছে।

৭ অক্টোবরের হামলায় ইসরাইলে ১ হাজার ২১৯ জন নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এরপরই হামাসকে নিশ্চিহ্ন ও জিম্মিদের মুক্ত করতে গাজায় কঠোর সামরিক অভিযান শুরু করে তেল আবিব। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই অভিযানে এখন পর্যন্ত ৫৬ হাজার ৫শ’ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক। জাতিসংঘ এই পরিসংখ্যানকে বিশ্বাসযোগ্য হিসেবেই বিবেচনা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার যোগদান
নাইজেরিয়ায় নৌকাডুবিতে '৪০ জনেরও বেশি নিখোঁজ'
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট অভিযান
চুয়াডাঙ্গায় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও সভা
অবৈধ কর্মী ছাঁটাইয়ের জন্য কোয়ান্টাসকে ৫৯ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা
ভারতে এক নারী হত্যার ভিডিও কক্সবাজারের বলে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট
শিবচরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইমামের মৃত্যু
ট্রাম্পের সাথে আলোচনার জন্য ওয়াশিংটনে জেলেনস্কি
দীর্ঘ প্রতীক্ষা শেষে ২০ আগস্ট চালু হচ্ছে তৃতীয় তিস্তা সড়ক সেতু
শাহজালাল বিমানবন্দরে ৮৮৭.৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার, আটক ৩
১০