জাতিসংঘ পারমাণবিক পর্যবেক্ষক প্রধানকে হুমকি : ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের নিন্দা

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ২২:৩২

ঢাকা, ৩০ জুন, ২০২৫ (বাসস) : জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি’র প্রতি হুমকির ঘটনায় সোমবার কড়া নিন্দা জানিয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের জন্য গ্রোসি’র অনুরোধ প্রত্যাখ্যান করার পর, তেহরান তাকে ‘দায়িত্বের বিশ্বাসঘাতক’ বলে অভিযুক্ত করেছে। পাশাপাশি, ইরানি সংসদ আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

প্যারিস থেকে এএফপি জানায়, এক যৌথ বিবৃতিতে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো, জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ভাডেফুল এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, ‘আমরা আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি’র প্রতি হুমকির নিন্দা জানাচ্ছি এবং সংস্থাটির প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করছি।’

তারা আরও বলেন, ‘আমরা ইরানি কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি- তারা যেন আইএইএর সঙ্গে সহযোগিতা বন্ধে কোনো পদক্ষেপ না নেয়।’

‘আমরা ইরানকে আহ্বান জানাচ্ছি, তারা যেন তাদের আইনি বাধ্যবাধকতার আলোকে অবিলম্বে পুনরায় পূর্ণ সহযোগিতা শুরু করে এবং আইএইএ কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করে।’

শুক্রবার, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্স-এ বলেন, গ্রোসি যে পরিদর্শনের অনুরোধ জানিয়ে চলেছেন, তা ‘অর্থহীন এবং সম্ভবত অসৎ উদ্দেশ্যপ্রসূত’।

ইরান দাবি করেছে, আইএইএ ১২ জুন যে প্রস্তাব গ্রহণ করেছে- যেখানে তেহরানের পারমাণবিক বাধ্যবাধকতা অমান্য করার অভিযোগ আনা হয়েছিল- তা ১৩ জুন ইসরাইল যে যুদ্ধ শুরু করে, তার ‘অজুহাত’ হিসেবে ব্যবহৃত হয়েছে।

আইএইএ প্রধানের জন্মস্থান আর্জেন্টিনাও ইরানের তরফ থেকে তাকে হুমকির ঘটনায় নিন্দা জানিয়েছে।

তবে কোনো দেশই নির্দিষ্ট করে বলেনি, তারা কোন হুমকির কথা বলছে। তবে ইরানের রক্ষণশীল কায়াহান পত্রিকা সম্প্রতি দাবি করেছে, তাদের কাছে প্রমাণ আছে- গ্রোসি একজন ইসরাইলি গোয়েন্দা এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত।

রবিবার মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইয়েদ ইরাভানি বলেন, পারমাণবিক পরিদর্শকদের প্রতি কোনো হুমকি নেই, বরং তারা ‘নিরাপদ অবস্থানে’ রয়েছেন, যদিও তাদের কার্যক্রম আপাতত স্থগিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
১০