১২ দিনের যুদ্ধে নিহত নয়শ’র বেশি : ইরানের বিচার বিভাগ

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ২২:৩৫

ঢাকা, ৩০ জুন, ২০২৫ (বাসস) : ইরানের বিচার বিভাগ সোমবার জানিয়েছে, ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে দেশটিতে অন্তত ৯৩৫ জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় এক সপ্তাহ পর এ তথ্য প্রকাশ করল তারা।

তেহরান থেকে এএফপি জানায়, রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে, ‘জায়নিস্ট শাসনের বিরুদ্ধে আমাদের দেশের ওপর পরিচালিত ১২ দিনের যুদ্ধে এখন পর্যন্ত ৯৩৫ জন শহীদের পরিচয় শনাক্ত করা হয়েছে।’

জাহাঙ্গীর বলেন, নিহতদের মধ্যে ১৩২ জন নারী ও ৩৮ জন শিশু রয়েছেন।

তিনি আরও জানান, তেহরানের এভিন কারাগারে ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৭৯ জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে কয়েদি, তাদের দর্শনার্থী আত্মীয় এবং প্রশাসনিক কর্মচারীরা ছিলেন।

১৩ জুন ইসরাইল ইরানের বিরুদ্ধে ব্যাপক বোমা হামলা শুরু করে। এতে শীর্ষ সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হন।

হামলায় ইরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা ছাড়াও আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়।

জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে পাল্টা আঘাত হানে, যা ইসরাইলের তেল আবিব, হাইফাসহ বিভিন্ন প্রধান শহরে আঘাত হানে। ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হামলায় দেশটিতে ২৮ জন নিহত হয়েছে।

ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় ২৪ জুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার যোগদান
নাইজেরিয়ায় নৌকাডুবিতে '৪০ জনেরও বেশি নিখোঁজ'
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট অভিযান
চুয়াডাঙ্গায় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও সভা
অবৈধ কর্মী ছাঁটাইয়ের জন্য কোয়ান্টাসকে ৫৯ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা
ভারতে এক নারী হত্যার ভিডিও কক্সবাজারের বলে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট
শিবচরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইমামের মৃত্যু
ট্রাম্পের সাথে আলোচনার জন্য ওয়াশিংটনে জেলেনস্কি
দীর্ঘ প্রতীক্ষা শেষে ২০ আগস্ট চালু হচ্ছে তৃতীয় তিস্তা সড়ক সেতু
শাহজালাল বিমানবন্দরে ৮৮৭.৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার, আটক ৩
১০