১২ দিনের যুদ্ধে নিহত নয়শ’র বেশি : ইরানের বিচার বিভাগ

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ২২:৩৫

ঢাকা, ৩০ জুন, ২০২৫ (বাসস) : ইরানের বিচার বিভাগ সোমবার জানিয়েছে, ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে দেশটিতে অন্তত ৯৩৫ জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় এক সপ্তাহ পর এ তথ্য প্রকাশ করল তারা।

তেহরান থেকে এএফপি জানায়, রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে, ‘জায়নিস্ট শাসনের বিরুদ্ধে আমাদের দেশের ওপর পরিচালিত ১২ দিনের যুদ্ধে এখন পর্যন্ত ৯৩৫ জন শহীদের পরিচয় শনাক্ত করা হয়েছে।’

জাহাঙ্গীর বলেন, নিহতদের মধ্যে ১৩২ জন নারী ও ৩৮ জন শিশু রয়েছেন।

তিনি আরও জানান, তেহরানের এভিন কারাগারে ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৭৯ জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে কয়েদি, তাদের দর্শনার্থী আত্মীয় এবং প্রশাসনিক কর্মচারীরা ছিলেন।

১৩ জুন ইসরাইল ইরানের বিরুদ্ধে ব্যাপক বোমা হামলা শুরু করে। এতে শীর্ষ সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হন।

হামলায় ইরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা ছাড়াও আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়।

জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে পাল্টা আঘাত হানে, যা ইসরাইলের তেল আবিব, হাইফাসহ বিভিন্ন প্রধান শহরে আঘাত হানে। ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হামলায় দেশটিতে ২৮ জন নিহত হয়েছে।

ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় ২৪ জুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাটোরে খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া মাহফিল  
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় বিএনপি’র দোয়া ও মোনাজাত
বই-ব্যাগ ছাড়াই স্কুলে ফিরছে গাজার শিশুরা
বিএনপির আরও ৯ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
রোববার শুরু হচ্ছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ‘বসকন-২৫
বরিশালে চোরাই কয়লাসহ ১২ চোরাকারবারি আটক
কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কারিগর আটক
গোবিন্দগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত
বান্দরবানে ৭৫০ নেতাকর্মীকে বিএনপি প্রার্থী সাচিং প্রু’র সম্মাননা
দিনাজপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 
১০