আলজেরিয়ার আদালত আজ একজন লেখকের কারাদণ্ডের মেয়াদ দ্বিগুণ করার আবেদনের উপর রায় দেবে 

বাসস
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ০৯:৩০

ঢাকা, ১ জুলাই, ২০২৫ (বাসস) : আলজেরিয়ার দ্বৈত নাগরিকত্বের অধিকারী একজন লেখকের কারাদণ্ড দ্বিগুণ করার জন্য প্রসিকিউটরদের প্রচেষ্টার বিষয়ে মঙ্গলবার আদালত রায় দেবে বলে আশা করা হচ্ছে। এই লেখক দোষী সাব্যস্ত হওয়ার ফলে ফ্রান্সের সঙ্গে দেশটির সম্পর্ক খারাপ হয়ে গেছে।

আলজেরিয়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

একটি ফরাসি সংবাদ মাধ্যমে আলজেরিয়ার আঞ্চলিক অখণ্ডতা বিরুদ্ধে করা মন্তব্যের অভিযোগে ৮০ বছর বয়সী  বৌলে সাঁসাকে গত ২৭ মার্চ প্রথম পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত।

প্রসিকিউটর জেনারেল গত মাসে আদালতে আপিল করেন এবং ১০ বছরের কারাদণ্ডের আবেদন জানান।

উত্তর আফ্রিকার আধুনিক ফরাসি সাহিত্যের একজন পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব, সাঁসা আলজেরিয়ার কর্তৃপক্ষের পাশাপাশি ইসলামপন্থীদের সমালোচক হিসেবে পরিচিত।

১৮৩০ থেকে ১৯৬২ সাল পর্যন্ত ঔপনিবেশিক আমলে ফ্রান্স অন্যায়ভাবে মরক্কোর ভূখণ্ড আলজেরিয়ায় হস্তান্তর করেছে বলে কট্টর ডানপন্থী সংবাদমাধ্যম ফ্রন্টিয়ার্সে মন্তব্য করার পর তার বিরুদ্ধে মামলাটি দায়ের হয়। এই দাবিকে আলজেরিয়া তার সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ হিসেবে দেখে এবং যা দীর্ঘদিনের মরক্কোর আঞ্চলিক দাবির সাথে সামঞ্জস্যপূর্ণ।

গত ২০২৪ সালের নভেম্বরে আলজিয়ার্স বিমানবন্দরে পৌঁছানোর পর সাঁসাকে আটক করা হয়। ২৭ মার্চ, দার এল বেইদার একটি আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড এবং ৫ লাখ আলজেরিয়ান দিনার (৩,৭৩০ ডলার) জরিমানা করে।

গত ২৪ জুন আইনি পরামর্শ ছাড়াই আদালতে হাজির হয়ে সানসাল বলেন, তার বিরুদ্ধে মামলা ‘অযৌক্তিক’ কারণ ‘আলজেরিয়ার সংবিধান মত প্রকাশের স্বাধীনতা এবং বিবেকের নিশ্চয়তা দেয়’।

তিনি স্বাধীনতা-পরবর্তী আফ্রিকান ইউনিয়নের ঘোষণার উদ্ধৃতি দিয়ে বলেন, ঔপনিবেশিক সীমানা অলঙ্ঘনীয় থাকা উচিত।

তাঁর লেখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, সাঁসা জিজ্ঞাসা করেন: ‘আমরা কি সাহিত্যের বিচার করছি? আমরা কোথায় যাচ্ছি?’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
১০