ইরাক বিমানবন্দরে রকেট হামলায় আহত ২

বাসস
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১২:১০

ঢাকা, ১ জুলাই, ২০২৫ (বাসস) : ইরাকের উত্তরাঞ্চলে কিরকুক বিমান বন্দরের সামরিক শাখায় সোমবার রাতে দুটি রকেট হামলায় দুই জন নিরাপত্তা কর্মী আহত হয়েছে। 

এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে  এ তথ্য জানিয়েছেন।

কিরকুক শহরের একটি বাড়িতে আরেকটি রকেট হামলায় ওই বাড়ির ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

গণমাধ্যমের সাথে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘কিরকুক বিমান বন্দরের সামরিক শাখায় দুটি কাতিউশা রকেট হামলা হয়েছে। হামলায় দুইজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন।’

তিনি বলেন, একটি রকেট বিস্ফোরিত হয়নি।

সূত্রটি আরো জানিয়েছে, ‘তৃতীয় একটি রকেট উরুবা পাড়ার একটি বাড়িতে আঘাত করেছে। ফলে বাড়িটির ক্ষতি হয়েছে।’ 

কিরকুকের বিমান বন্দরের সামরিক সেক্টরে ইরাকি সেনা বাহিনী, ফেডারেল পুলিশ ও ইরানপন্থী আধাসামরিক বাহিনীর জোট হাশেদ আল-শাবির ঘাঁটি রয়েছে, যা এখন নিয়মিত সশস্ত্র বাহিনীর সঙ্গে একীভূত।

একটি নিরাপত্তা সূত্র সরকারী আইএনএ সংবাদ সংস্থাকে জানিয়েছে, কিরকুক বিমান বন্দরের সামরিক বিমান ঘাঁটিতে দুটি রকেট আঘাত করেছে। 

এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

কিরকুক আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবস্থাপনা জানিয়েছে, বিমান বন্দরে কোনও ক্ষতি হয়নি এবং এই হামলায় বিমান চলাচল ব্যাহত হয়নি।

ইরাক দীর্ঘদিন ধরে ড্রোন ও রকেট হামলার যুদ্ধক্ষেত্র এবং প্রক্সি যুদ্ধের জন্য উর্বর ভূমি হিসেবে প্রমাণিত হয়েছে।

গত সপ্তাহে, ১২ দিনের ইরান-ইসরাইল যুদ্ধের অবসানের কয়েক ঘন্টা আগে, অজ্ঞাত ড্রোনগুলো বাগদাদ ও ইরাকের দক্ষিণাঞ্চলের দুটি সামরিক ঘাঁটির রাডার সিস্টেমে আঘাত করেছে।

সরকার জানিয়েছে, তারা ড্রোন হামলার তদন্ত শুরু করেছে, কিন্তু এখনও কোনও অপরাধীকে শনাক্ত করতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার
পটুয়াখালীতে  জুলাই যোদ্ধাদের জন্য দোয়া  
ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজন করবে বিসিবি
নরসিংদীতে সরকারি প্রকল্পে জালিয়াতি দুই কর্মচারী আটক, অর্থ উদ্ধার
১৬ রান দূরে হৃদয়
জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ঐতিহাসিক পটপরিবর্তন : সমাজকল্যাণ উপদেষ্টা
হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে শান্ত
সাবেক এমপি শিখরের স্ত্রী সিমার প্লট ও গাড়ি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
ইংল্যান্ডের লক্ষ্য ডাবল লিড; ভারতের সমতা
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ জন কারাবন্দিকে মুক্তি দিয়েছে সরকার
১০