চাল রপ্তানি নিয়ে জাপানকে শুল্ক হুমকি দিলেন ট্রাম্প

বাসস
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১৪:০১

ঢাকা, ১ জুলাই, ২০২৫ (বাসস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জাপানের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়ে বলেছেন, তিনি টোকিওকে একটি নতুন শুল্ক হারসহ একটি চিঠি পাঠাবেন। তিনি জানিয়েছেন আগামী সপ্তাহে বেশ কয়েকটি বাণিজ্য অংশীদার দেশের জন্য উচ্চ শুল্ক কার্যকর হওয়ার আগেই তিনি টোকিওকে এই চিঠি পাঠাবেন।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন যে চালের সংকট থাকার পরেও জাপান মার্কিন চাল আমদানি করতে রাজি নয়।

ট্রাম্প লেখেন, ‘আমি জাপানকে অনেক শ্রদ্ধা করি কিন্তু তারা আমাদের চাল নেয় না, অথচ তাদের দেশে মারাত্মক চাল সংকট চলছে।’  

অন্যথায়, আমরা তাদের কেবল একটি চিঠি পাঠাবো। আমরা চাই তারা আগামী বহু বছর ধরে আমাদের বাণিজ্যিক অংশীদার হিসেবে থাকুক।’

এর আগেই চলতি মাসের শুরুতে ট্রাম্প বলেছিলেন, তিনি অন্যান্য দেশগুলোকে একতরফা ভাবে যুক্তরাষ্ট্রের শুল্ক হার জানিয়ে চিঠি পাঠাবেন, যাতে তারা বোঝে চুক্তির অবস্থান কী।

মার্কিন চাল শিল্পের একটি বাণিজ্য সংস্থা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, জাপান মার্কিন মিলড রাইসের (প্রক্রিয়াজাত চাল) ক্ষেত্রে দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার।

চলতি বছরের এপ্রিল মাসে ট্রাম্প বেশিরভাগ বাণিজ্য অংশীদার দেশের জন্য ১০ শতাংশ হারে ব্যাপক শুল্ক আরোপ করেছিলেন। তবে কিছু দেশের ক্ষেত্রে তিনি অস্থায়ীভাবে তা স্থগিত করেন যাতে আলোচনার সুযোগ থাকে।

এই শুল্ক বিরতির মেয়াদ শেষ হচ্ছে ৯ জুলাই, যার ফলে যদি চুক্তি না হয়, তবে ওই তারিখের পর থেকে নতুন শুল্ক কার্যকর হবে।

তবে এ পর্যন্ত মাত্র দুটি চুক্তির ঘোষণা এসেছে। একটি যুক্তরাজ্যের সঙ্গে একটি সাধারণ কাঠামো। অন্যটি চীনের সঙ্গে পাল্টা শুল্ক সাময়িকভাবে কমানো নিয়ে।

সোমবারের আগেই জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক কেভিন হাসেট সিএনবিসিকে বলেন, ডাবল ডিজিট সংখ্যার চুক্তি ও কাঠামো প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে।

তিনি আরও জানান, কর ছাড় ও ব্যয়ের কাটছাঁট বিষয়ক একটি বড় বিল পাস হওয়ার পরপরই ট্রাম্পের সঙ্গে একটানা আলোচনা হবে এবং প্রতিটি দেশের জন্য শুল্ক হার নির্ধারণ করা হবে।

আইন প্রণেতারা ৪ জুলাইয়ের মধ্যে ট্রাম্পের ডেস্কে মেগা-বিলটি পৌঁছানোর আশা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
১০