ঢাকা, ১ জুলাই, ২০২৫ (বাসস) : সপ্তাহের শুরুতে দক্ষিণ-পূর্ব ফ্রান্সে প্রচণ্ড ঝড়ের পর, ফ্রান্স ও ইতালির মধ্যে ট্রেন চলাচল ‘অন্তত কয়েক দিনের জন্য’ স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার ফরাসি জাতীয় রেল অপারেটর এসএনসিএফ-এর বরাত দিয়ে প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ সংবাদ জানিয়েছে।
সোমবার সংঘটিত ঝড়ের পর প্যারিস-মিলান উচ্চগতির রেললাইনে কোনও ক্ষতি হয়েছে কি-না, তা পরীক্ষার জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিদর্শন কার্যক্রম চালানো হচ্ছে।
যদি পরীক্ষা করে দেখার পর রেলপথে কোন ক্ষতির প্রমাণ পাওয়া যায়, তাহলে বন্ধের সময়কাল আরও দীর্ঘায়িত হতে পারে বলে জানিয়েছে এসএনসিএফ।