নেটফ্লিক্সে এবার মহাকাশ! গ্রীষ্মেই শুরু হচ্ছে মহাকাশে হাঁটার সুযোগ

বাসস
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১৫:৫৬

ঢাকা, ১ জুলাই, ২০২৫ (বাসস) : স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স সোমবার জানিয়েছে যে, তারা শীঘ্রই মার্কিন মহাকাশ সংস্থা নাসা’র সাথে অংশীদারিত্বের মাধ্যমে দর্শকদের রকেট উৎক্ষেপণ ও মহাকাশে হাঁটার সুযোগ করে দেবে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, নেটফ্লিক্স নতুন নাসা+ ফিড ঘোষণা করেছে যে ‘আপনি যদি একজন আগাগোড়া মহাকাশপ্রেমী হন কিংবা এমন কেউ যিনি ২৫০ মাইল ওপরে থেকে পৃথিবীর ঝলমলে আলো দেখতে ভীষণ পছন্দ করেন, তবে আপনার জন্যই এ সুযোগ।’

নেটফ্লিক্স জানিয়েছে, এই প্রোগ্রামিংয়ের মধ্যে থাকবে ‘আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে চোখ ধাঁধানো পৃথিবীর দৃশ্য ও নভোচারীদের স্পেসওয়াক, যা দেখলে হাতের তালু ঘেমে যায়। এছাড়াও রকেট উৎক্ষেপণের লাইভস্ট্রিম।

নাসা জানিয়েছে, ৩০ কোটির বেশি সাবস্ক্রাইবার থাকা নেটফ্লিক্সের সঙ্গে এই অংশীদারিত্ব তাদের মহাকাশ অনুসন্ধানের গল্প আরও বড় পরিসরে পৌঁছে দেবে।

নাসা+ এর জেনারেল ম্যানেজার রেবেকা সিমন্স বলেন, ‘আমাদের ১৯৫৮ সালের স্পেস অ্যাক্টে বলা আছে, আমাদের মহাকাশ অভিযান নিয়ে গল্প যতটা সম্ভব বড় পরিসরে ভাগ করে নিতে হবে। 

এই স্ট্রিমিং ব্যবস্থা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তাও আবার সোফায় বসে কিংবা মোবাইলের স্ক্রিনে হাতের মুঠোয়।’

নাসা+ স্ট্রমিং দর্শকদের জন্য সম্পূর্ণ  ফ্রি থাকবে এবং তা নাসা ডটগভ ও নাসার মোবাইল অ্যাপ থেকেও দেখা যাবে।

এ মাসের শুরুতে নেটফ্লিক্স ফ্রান্সের টিভি গ্রুপ  টিএফ১-এর সঙ্গেও একটি অনুরূপ চুক্তি করেছে। এটি বিশ্বের যে কোনো বড় প্রচলিত সম্প্রচারক সংস্থার সঙ্গে তাদের প্রথম অংশীদারিত্ব। 

ওই প্রোগ্রাম ২০২৬ সালের গ্রীষ্মে চালু হবে। ফরাসি দর্শকরা এতে পাঁচটি টিভি চ্যানেল ও একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম পাবে।

নেটফ্লিক্স এই নাসা+ ডিলের আর্থিক শর্তাবলি প্রকাশ করেনি। 

তবে তারা সম্প্রতি নানা ধরণের কনটেন্টে পা বাড়াচ্ছে। 

২০২৪ সালের শেষে তারা দুইটি এনএফএল খেলা এবং ইউটিউব তারকা জেক পল বনাম অবসরপ্রাপ্ত বক্সার মাইক টাইসনের একটি বক্সিং ম্যাচ সরাসরি সম্প্রচার করে নতুন ধারা শুরু করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
১০