ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬

বাসস
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১৭:১৭

ঢাকা, ১ জুলাই, ২০২৫ (বাসস) : ভারতের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলাকালে এই তথ্য জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

বেঙ্গালুরু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সোমবার দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি এলাকায় অবস্থিত কারখানাটিতে বিস্ফোরণের ফলে ভবনের একটি বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়।

রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি মঙ্গলবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। তার দপ্তর থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কারখানার ধ্বংসস্তূপের মধ্যে ছড়িয়ে আছে বাঁকানো লোহার স্তূপ।

রেড্ডি সাংবাদিকদের বলেন, বিস্ফোরণের সময় কারখানায় ১৪৩ জন কর্মী ছিলেন। এখন পর্যন্ত ৩৬ জনের মরদেহ পাওয়া গেছে। উদ্ধার অভিযান চলছে।

তিনি বলেন, আমরা আশঙ্কা করছি, অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। আবার কেউ কেউ হয়তো আতঙ্কে পালিয়ে গেছেন।

মুখ্যমন্ত্রীর কার্যালয় জানায়, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কারখানার মালিকানা প্রতিষ্ঠান সিগাচি ইন্ডাস্ট্রিজ এক বিবৃতিতে বলেছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানি ঘটনা অত্যন্ত দুঃখজনক।

এ প্রতিষ্ঠানটি মূলত ওষুধ, খাদ্য, কসমেটিকস ও রাসায়নিক শিল্পে উপকরণ সরবরাহ করে। এই কারখানায় মেডিসিন তৈরির উপাদান তৈরি করা হত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাটোরে খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া মাহফিল  
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় বিএনপি’র দোয়া ও মোনাজাত
বই-ব্যাগ ছাড়াই স্কুলে ফিরছে গাজার শিশুরা
বিএনপির আরও ৯ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
রোববার শুরু হচ্ছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ‘বসকন-২৫
বরিশালে চোরাই কয়লাসহ ১২ চোরাকারবারি আটক
কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কারিগর আটক
গোবিন্দগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত
বান্দরবানে ৭৫০ নেতাকর্মীকে বিএনপি প্রার্থী সাচিং প্রু’র সম্মাননা
দিনাজপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 
১০