ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬

বাসস
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১৭:১৭

ঢাকা, ১ জুলাই, ২০২৫ (বাসস) : ভারতের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলাকালে এই তথ্য জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

বেঙ্গালুরু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সোমবার দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি এলাকায় অবস্থিত কারখানাটিতে বিস্ফোরণের ফলে ভবনের একটি বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়।

রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি মঙ্গলবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। তার দপ্তর থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কারখানার ধ্বংসস্তূপের মধ্যে ছড়িয়ে আছে বাঁকানো লোহার স্তূপ।

রেড্ডি সাংবাদিকদের বলেন, বিস্ফোরণের সময় কারখানায় ১৪৩ জন কর্মী ছিলেন। এখন পর্যন্ত ৩৬ জনের মরদেহ পাওয়া গেছে। উদ্ধার অভিযান চলছে।

তিনি বলেন, আমরা আশঙ্কা করছি, অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। আবার কেউ কেউ হয়তো আতঙ্কে পালিয়ে গেছেন।

মুখ্যমন্ত্রীর কার্যালয় জানায়, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কারখানার মালিকানা প্রতিষ্ঠান সিগাচি ইন্ডাস্ট্রিজ এক বিবৃতিতে বলেছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানি ঘটনা অত্যন্ত দুঃখজনক।

এ প্রতিষ্ঠানটি মূলত ওষুধ, খাদ্য, কসমেটিকস ও রাসায়নিক শিল্পে উপকরণ সরবরাহ করে। এই কারখানায় মেডিসিন তৈরির উপাদান তৈরি করা হত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার
টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে কাল মিয়ানমারের মুখোমুখি বাংলাদেশ
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্নকে সাময়িক বরখাস্ত করলেন আদালত
যুক্তরাষ্ট্রের সহায়তা হ্রাসে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে: ডেনিশ এনজিও
প্রকৃত গণতন্ত্র নিশ্চিত হলেই বৈষম্য নিরসন হয় : গণশিক্ষা উপদেষ্টা
ডাক বিভাগের কোষাগার ব্যবস্থাপনা ডিজিটাল রূপান্তরের উদ্বোধন
প্রহসনের নির্বাচনের দায় স্বীকার করে সাবেক সিইসি নুরুল হুদার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
শেরপুরে উদ্ধারকৃত পাইথন বনে অবমুক্ত 
সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ করেছে ইসি
এনবিআরের আরো পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
১০