সুয়েজ উপসাগরে বার্জ ডুবে ৪ জনের প্রাণহানি, আহত ২২

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১১:৫৮

ঢাকা, ২ জুলাই, ২০২৫ (বাসস) : সুয়েজ উপসাগরে একটি বার্জ ডুবে চারজন নিহত এবং ২২ জন আহত হয়েছে বলে জানা গেছে।  মিশরীয় সরকার বুধবার এ তথ্য জানিয়েছে।

কায়রো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার রাতে বার্জ অ্যাডাম মেরিন ১২ ডুবে যায়। তবে বার্জটি ডুবে যাওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু এখনও জানানো হয়নি।

মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, নিহত চারজনকে লোহিত সাগর উপকূলে অবস্থিত মিশরের হুরগাদা হাসপাতালে রাখা হয়েছে।

মন্ত্রণালয় আরো বলেছে, আহত চারজনকে বিমানে করে অন্য একটি  হাসপাতালে এবং ১৮ জনকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিশরের পেট্রোলিয়াম মন্ত্রণালয় ফেসবুকে জানিয়েছে, অফশোর শুখের তেল কোম্পানি (ওসোকো) থেকে একটি প্রতিবেদনে বলা হয়েছে, সুয়েজ উপসাগরের গেবেল এল-জাইট এলাকায় বার্জটি ডুবে যায়। ফলে, চারজন নিহত এবং ২২ জন আহত হয়েছে।

ইউরোপ ও এশিয়ার সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ জলপথ সুয়েজ খাল থেকে এই অঞ্চলটি প্রায় ৩০০ কিলোমিটার (১৯০ মাইল) দক্ষিণে অবস্থিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০