কোস্টারিকার শীর্ষ আদালত প্রেসিডেন্টের দায়মুক্তি বাতিলের নির্দেশ দিয়েছে

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১২:৪৮

ঢাকা, ২ জুলাই, ২০২৫ (বাসস) : কোস্টারিকার সুপ্রিম কোর্ট মঙ্গলবার কংগ্রেসকে প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্টের দুর্নীতির অভিযোগে বিচারের জন্য তার দায়মুক্তি বাতিল করার নির্দেশ দিয়েছে। সান জোসে থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

প্রেসিডেন্ট রদ্রিগো শ্যাভেসের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেল অভিযোগ করেছেন, তিনি প্রেসিডেন্ট কর্তৃক নিয়োগকৃত একটি যোগাযোগ পরিষেবা সংস্থাকে তার বন্ধু এবং সাবেক উপদেষ্টা ফেদেরিকো ক্রুজকে ৩২ হাজার ডলার দিতে বাধ্য করেছিলেন।

বিচার বিভাগ এবং রক্ষণশীল অর্থনীতিবিদ এবং বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা শ্যাভেসের মধ্যে বিবাদের ফলে শীর্ষ আদালতের এই অভূতপূর্ব অনুরোধ এসেছে।

অ্যাটর্নি জেনারেল কার্লো ডিয়াজ ৬৪ বছর বয়সী প্রেসিডেন্টের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ করেছেন, যা সরকারি কর্মকর্তাদের জন্য আট বছরের কারাদণ্ডের শাস্তিযোগ্য অপরাধ।

আদালত একই কারণে সংস্কৃতিমন্ত্রী জর্জ রদ্রিগেজের দায়মুক্তি বাতিল করারও নির্দেশ দিয়েছে।

অভিযোগ থেকে জানা যায়, যোগাযোগ সংস্থাটি শ্যাভসের ২০২২-২০২৬ মেয়াদের জন্য সেন্ট্রাল আমেরিকান ব্যাংক ফর ইকোনমিক ইন্টিগ্রেশনের তহবিলের সাথে একটি অনুপযুক্ত পদ্ধতির অধীনে চুক্তিবদ্ধ হয়েছিল।

প্রেসিডেন্ট এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি। তবে ক্ষমতাসীন দলের নেতা পিলার সিসনেরোস ট্রাইব্যুনালের অনুরোধকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ওই চুক্তির সাথে শ্যাভেসের কোনও সম্পর্ক নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দলমত নির্বিশেষে আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ : নাহিদ ইসলাম
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে তরুণদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা
অপারেশন ঈগল হান্ট মামলায় সাবেক এসপি আসাদ দুই দিনের রিমান্ডে
সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রীর এপিএস রাশেদ গ্রেফতার
ট্রাম্পের বিতর্কিত ট্যাক্স বিল পাসে চূড়ান্ত ভোটাভুটি হতে যাচ্ছে
আইজিপির সাথে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের আলোচনা চলছে : তৌহিদ
জোতার মৃত্যুতে রোনালদো-নাদালের শোক
ঢাবিতে আন্তঃহল সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা শুরু
‘এটা কোনো জীবন নয়’: গাজা সিটিতে স্কুল-আশ্রয়ে ইসরাইলি হামলা
১০