রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৩:৩০

ঢাকা, ২ জুলাই, ২০২৫ (বাসস) : রাশিয়া ইউক্রেনের খারকিভ অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে। হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছেন বলে জানা গেছে। 
বুধবার ওই অঞ্চলের গভর্নরের বরাত দিয়ে কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ টেলিগ্রামে লিখেছেন, ‘বোরিভস্কে গ্রামের একটি খামারে রাশিয়ার হামলার ফলে গুদাম ও যানবাহনে আগুন লেগে যায়। ফলে এক ব্যক্তি নিহত ও আরো এক জন আহত হয়েছেন।’

তিনি আরো বলেন, ভোলোস্কা বালাক্লিয়া গ্রামের আরেকটি খামারও লক্ষ্যবস্তু  করে হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় একটি গুদাম আগুনে পুড়ে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

মেয়র ইগর তেরেখভ টেলিগ্রামে লিখেছেন, খারকিভের নভোবাভারস্কি জেলা শহরে রাশিয়ার হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে, ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার পশ্চিম সারাতোভ অঞ্চলে একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে।

তারা জানিয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত ‘রাশিয়ান সামরিক ইউনিটগুলোকে জ্বালানি ও লুব্রিকেন্ট সরবরাহ’ করার জন্য মস্কো এই শোধনাগারটি ব্যবহার করে।

রাশিয়ান কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে হামলার বিষয়টি নিশ্চিত করেনি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রতিবেশী দেশটিতে আক্রমণের তিন বছরেরও বেশি সময় পরেও, ইউক্রেনের মাটিতে লড়াই অব্যাহত রয়েছে। 
যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাটোরে খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া মাহফিল  
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় বিএনপি’র দোয়া ও মোনাজাত
বই-ব্যাগ ছাড়াই স্কুলে ফিরছে গাজার শিশুরা
বিএনপির আরও ৯ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
রোববার শুরু হচ্ছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ‘বসকন-২৫
বরিশালে চোরাই কয়লাসহ ১২ চোরাকারবারি আটক
কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কারিগর আটক
গোবিন্দগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত
বান্দরবানে ৭৫০ নেতাকর্মীকে বিএনপি প্রার্থী সাচিং প্রু’র সম্মাননা
দিনাজপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 
১০