ইসরাইলি হামলায় গাজায় নিহত ১৪

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৫:৩৭

ঢাকা, ২ জুলাই, ২০২৫ (বাসস) : ইসরাইলি হামলায় বুধবার গাজায় কমপক্ষে ১৪ জন নিহত এবং অনেকেই আহত হয়েছেন। 

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে। 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে ৬০ দিনের যুদ্ধ বিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রায় ২১ মাস ধরে চলা যুদ্ধের পর ২০ লাখেরও বেশি মানুষের আবাসস্থল গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক পরিস্থিতি তৈরি করেছে। ইসরাইলি সেনাবাহিনী চলতি সপ্তাহে তাদের হামলা জোরদার করেছে।

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেছেন, বুধবার দক্ষিণ গাজায় উপকূলীয় আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ইসরাইলি বিমান হামলায় একই পরিবারের পাঁচ সদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

খান ইউনিস শহরের নিকটবর্তী নাসের হাসপাতালের এএফপি ছবিতে চিকিৎসকদের রক্তাক্ত শিশুদের চিকিৎসা দিতে দেখা গেছে।

২০২৩ সালের ডিসেম্বরে ইসরাইল কর্তৃক নিরাপদ অঞ্চল ঘোষণা করা সত্ত্বেও, আল-মাওয়াসি বারবার ইসরাইলি হামলার শিকার হয়েছে।

বাসাল বলেছেন, গাজা শহরের একটি বাড়িতে ভোরবেলা ইসরাইলি বিমান হামলায় একই পরিবারের চারজন ও কেন্দ্রীয় দেইর এল-বালাহ এলাকার একটি বাড়িতে ড্রোন হামলায় আরো পাঁচ জন নিহত হয়েছেন।

গাজায় গণমাধ্যমের ওপর বিধিনিষেধ এবং অনেক এলাকায় প্রবেশের অসুবিধার কারণে এএফপি উদ্ধারকারীদের দেওয়া মৃতের সংখ্যা ও বিবরণ স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০