ইসরাইলি হামলায় গাজায় নিহত ১৪

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৫:৩৭

ঢাকা, ২ জুলাই, ২০২৫ (বাসস) : ইসরাইলি হামলায় বুধবার গাজায় কমপক্ষে ১৪ জন নিহত এবং অনেকেই আহত হয়েছেন। 

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে। 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে ৬০ দিনের যুদ্ধ বিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রায় ২১ মাস ধরে চলা যুদ্ধের পর ২০ লাখেরও বেশি মানুষের আবাসস্থল গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক পরিস্থিতি তৈরি করেছে। ইসরাইলি সেনাবাহিনী চলতি সপ্তাহে তাদের হামলা জোরদার করেছে।

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেছেন, বুধবার দক্ষিণ গাজায় উপকূলীয় আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ইসরাইলি বিমান হামলায় একই পরিবারের পাঁচ সদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

খান ইউনিস শহরের নিকটবর্তী নাসের হাসপাতালের এএফপি ছবিতে চিকিৎসকদের রক্তাক্ত শিশুদের চিকিৎসা দিতে দেখা গেছে।

২০২৩ সালের ডিসেম্বরে ইসরাইল কর্তৃক নিরাপদ অঞ্চল ঘোষণা করা সত্ত্বেও, আল-মাওয়াসি বারবার ইসরাইলি হামলার শিকার হয়েছে।

বাসাল বলেছেন, গাজা শহরের একটি বাড়িতে ভোরবেলা ইসরাইলি বিমান হামলায় একই পরিবারের চারজন ও কেন্দ্রীয় দেইর এল-বালাহ এলাকার একটি বাড়িতে ড্রোন হামলায় আরো পাঁচ জন নিহত হয়েছেন।

গাজায় গণমাধ্যমের ওপর বিধিনিষেধ এবং অনেক এলাকায় প্রবেশের অসুবিধার কারণে এএফপি উদ্ধারকারীদের দেওয়া মৃতের সংখ্যা ও বিবরণ স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০