ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ২২:২৩
ছবি: সংগৃহীত

লন্ডন, ২ জুলাই, ২০২৫ (বাসস): যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস, ক্যাথরিন বুধবার ক্যান্সার থেকে সেরে ওঠার অভিজ্ঞতাকে ‘রোলার কোস্টার’ যাত্রার সঙ্গে তুলনা করেছেন। তিনি জানান, এই লড়াইয়ে তাকে অনেক ‘কঠিন সময়’ অতিক্রম করতে হয়েছে।

লন্ডন থেকে এএফপি জানায়, রাজপরিবারের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট, গত বছরের মার্চে জনসমক্ষে জানান যে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, যদিও নির্দিষ্ট করে তিনি রোগের নাম উল্লেখ করেননি।

প্রতিরোধমূলক কেমোথেরাপি গ্রহণের পর চলতি বছরের জানুয়ারিতে তিনি জানান যে তিনি রেমিশনে আছেন এবং ধীরে ধীরে পুনরায় রাজকীয় দায়িত্বে ফিরছেন।

বুধবার ইংল্যান্ডের পূর্বাঞ্চলীয় কলচেস্টার হাসপাতালের একটি ক্যানসার সহায়তা কেন্দ্র পরিদর্শনকালে ৪৩ বছর বয়সী প্রিন্সেস রোগী, স্বেচ্ছাসেবক ও কর্মীদের সঙ্গে আলাপকালে বলেন, ‘এটি একটি রোলার কোস্টার, আপনি ভাববেন এটা সোজা পথে এগিয়ে যাবে, কিন্তু বাস্তবে তা হয় না।’

তিনি যোগ করেন, ‘আপনাকে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। এই ধরনের একটি স্থান, যেখানে হোক তা গানের মাধ্যমে, সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে কিংবা বাগান করার মতো কাজের মাধ্যমে সহায়তা পাওয়া যায়, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কমিউনিটিতে এমন সুযোগ থাকা সত্যিই দারুণ।’

ক্যানসার থেকে সেরে ওঠা রোগীদের মানসিক অবস্থার কথাও উল্লেখ করে কেট বলেন, ‘অনেক সময় আমরা সাহসী মুখাবয়ব পরে থাকি, মনের কষ্ট লুকিয়ে চরম ধৈর্যশীলের আচরণ করি, কিন্তু চিকিৎসা শেষের পরবর্তী পর্যায়টিই সবচেয়ে কঠিন।’

‘তখন আপনি আর চিকিৎসকদের সরাসরি তত্ত্বাবধানে নন, আবার আগের মতো স্বাভাবিকভাবে বাড়িতেও চলাফেরা করতে পারেন না।’

প্রিন্স উইলিয়ামের সঙ্গে কেটের তিনটি সন্তান রয়েছে। গত মাসে, পুনরুদ্ধারের প্রক্রিয়ায় থাকা অবস্থায় তিনি রয়্যাল অ্যাসকট ঘোড়দৌড় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান।

এদিকে কেটের শ্বশুর ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসও ২০২৪ সালের শুরুতে ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর জানান। তিনি এখন রাজকীয় দায়িত্বে ফিরে এলেও এখনও চিকিৎসা গ্রহণ করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পোল্যান্ডের অর্থনীতিকে চাঙ্গা করছে ইউক্রেনীয় শরণার্থীরা
নড়াইলে ২৫,১৪৬ টন আউশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ডিএই
দেশে খাদ্য মজুদ বেড়েছে: প্রেস উইং
রাঙ্গামাটিতে কৃষি উপকরণ ও চারা বিতরণ
নির্যাতন করেও বিএনপি’র মনোবল এতটুকুও নষ্ট করা যায়নি: রিজভী 
পরিবেশবান্ধব বাঁশ শিল্প বাঁচাতে সরকারি সহায়তা বাড়ানোর সুপারিশ
চানখাঁরপুলে হত্যা মামলায় অভিযোগ গঠন বিষয়ে দ্বিতীয় দিনের শুনানি শুরু
মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি দুই বছর পিছিয়ে গেছে : পেন্টাগন
ক্যালিফোর্নিয়ায় জাতিগত প্রোফাইলিংয়ে আতঙ্কিত ল্যাটিনো সম্প্রদায়
ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিএনপির রক্তদান ক্যাম্প
১০