মালয়েশিয়ার পর্যটক বাস দুর্ঘটনায় নিহত ২, আহত ১৬

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৩:০১

কুয়ালালামপুর, ৩ জুলাই, ২০২৫ (বাসস) : মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার পর্যটকদের বাসের সঙ্গে দুটি ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত ও ১৬ জন আহত হয়েছে। 

স্থানীয় সংবাদমাধ্যম একথা জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৫৬ মাইল) দক্ষিণ-পূর্বে আয়ের হিতাম শহরের কাছে এই দুর্ঘটনাটি দেশটির ঝুঁকিপূর্ণ রাস্তায় এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় গুরুতর বাস দুর্ঘটনা।

আয়ের হিতামের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী প্রধান মোহাম্মদ শামিন মোহাম্মদ সালিকিন বলেন, ‘একটি পর্যটন বাস, একটি ভলভো ট্রাক ও একটি ট্যাঙ্কার লরির মধ্যে এ সংঘর্ষ ঘটে।’

বার্নামা জাতীয় সংবাদ সংস্থাকে তিনি বলেন, ‘উদ্ধারকর্মীরা বাসের ভেতরে আটকা পড়া দুজনকে খুঁজে পেয়েছেন এবং ঘটনাস্থলে তাদের মৃত অবস্থা নিশ্চিত করেছেন।’

তিনি আরো বলেন, এই দুই ব্যক্তি ইন্দোনেশিয়ার বাসিন্দা।

এই দুর্ঘটনায় বাস চালকসহ আরও ১৬ জন যাত্রী আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
এই দুর্ঘটনায় ২৮ জন অক্ষত রয়েছেন।

সরকারি পরিসংখ্যান অনুসারে, মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনার হার বেশি। প্রতিদিন গড়ে ১৮ জন সড়কে প্রাণ হারায়।

গত মাসের দুর্ঘটনার পর দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে দীর্ঘ দূরত্ব অতিক্রমকারী বাসগুলোতে সিটবেল্ট পরা বাধ্যতামূলক করার জন্য সড়ক নিরাপত্তা কর্মকর্তারা তাদের প্রচেষ্টা জোরদার করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দলমত নির্বিশেষে আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ : নাহিদ ইসলাম
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে তরুণদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা
অপারেশন ঈগল হান্ট মামলায় সাবেক এসপি আসাদ দুই দিনের রিমান্ডে
সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রীর এপিএস রাশেদ গ্রেফতার
ট্রাম্পের বিতর্কিত ট্যাক্স বিল পাসে চূড়ান্ত ভোটাভুটি হতে যাচ্ছে
আইজিপির সাথে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের আলোচনা চলছে : তৌহিদ
জোতার মৃত্যুতে রোনালদো-নাদালের শোক
ঢাবিতে আন্তঃহল সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা শুরু
‘এটা কোনো জীবন নয়’: গাজা সিটিতে স্কুল-আশ্রয়ে ইসরাইলি হামলা
১০