রাশিয়ার কুরস্ক অঞ্চলে নৌবাহিনীর উপ-প্রধান নিহত

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৮:১৯
ছবি : সংগৃহীত

ঢাকা, ৩ জুলাই, ২০২৫ (বাসস) : রাশিয়ার কুরস্ক অঞ্চলের সীমান্ত এলাকায় ‘সেনা অভিযানের’ সময় নৌবাহিনীর ডেপুটি কমান্ডার মেজর জেনারেল মিখাইল ইভগেনিয়েভিচ গুদকভ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

মস্কো থেকে এএফপি জানায়, রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ’র খবরে বলা হয়, কুরস্ক অঞ্চলের একটি সীমান্ত এলাকায় যুদ্ধ চলাকালে মেজর জেনারেল মিখাইল ইভগেনিয়েভিচ গুদকভ নিহত হয়েছেন।

৪২ বছর বয়সী গুদকভ ২০০০ সাল থেকে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। 

২০২৩ সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে  ‘হিরো অব দ্য রাশিয়ান ফেডারেশন’ উপাধিতে ভূষিত করেন, যা রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে গুদকভ হচ্ছেন রাশিয়ার নিহত হওয়া অন্যতম উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা।

রাশিয়ার দূরপ্রাচ্যের প্রিমোরিয়ে অঞ্চলের গভর্নর ওলেগ কোঝেমিয়াকো বলেন, কর্তব্য পালনের সময় গুদকভ নিহত হন। তিনি ছিলেন ‘অদম্য মনোবলের একজন যোদ্ধা’।

তিনি জানান, তাদের মধ্যে বহুবার কথা হয়েছে।

তিনি আরও জানান, গুদকভ এক সময় রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের অধীনস্থ ১৫৫তম গার্ডস নেভাল ইনফ্যানট্রি ব্রিগেডের কমান্ডার ছিলেন।

গভর্নর কোঝেমিয়াকো বলেন, রাশিয়ার নৌবাহিনীর উপপ্রধান হওয়ার পরও গুদকভ সরাসরি ফ্রন্টলাইনে গিয়ে মেরিনদের সঙ্গে অবস্থান করতে কখনো পিছপা হননি।

উল্লেখ্য, ইউক্রেনীয় বাহিনী গত বছর কুরস্ক অঞ্চলের বড় একটি অংশ দখলে নেয়। 
রাশিয়া গত এপ্রিলে দাবি করেছিল, তারা সীমান্তবর্তী কুরস্ক এলাকা পুনরুদ্ধার করেছে। তবে সীমান্ত অঞ্চলে এখনও লড়াই চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০