ইইউ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি করতে প্রস্তুত ব্রাসেলস: উরসুলা ফন ডের লায়েন

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ২১:১৪
ছবি: সংগৃহীত

ঢাকা, ৩ জুলাই ২০২৫ (বাসস/এএফপি) : ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লায়েন বৃহস্পতিবার বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করতে ‘প্রস্তুত’, যা আগামী ৯ জুলাইয়ের সময়সীমার আগেই আলোচনায় নিষ্পত্তি চায় ব্রাসেলস।

ডেনমার্কের আরহুস থেকে এএফপি জানায়, ইইউর বাণিজ্য বিষয়ক প্রধান মারোশ সেফচোভিচ বর্তমানে ওয়াশিংটনে রয়েছেন এবং বৃহস্পতিবারই মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকে বসার কথা রয়েছে।

ইউরোপীয় কমিশন আগামী বুধবারের মধ্যে একটি চুক্তিতে পৌঁছাতে না পারলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত উচ্চ শুল্ক কার্যকর হয়ে পড়বে।

চুক্তি না হলে ইইউ থেকে আমদানি করা পণ্যে বর্তমানে প্রযোজ্য শুল্ক দ্বিগুণ হয়ে ২০ শতাংশ বা তারও বেশি হতে পারে। ট্রাম্প এক পর্যায়ে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকিও দিয়েছিলেন।

উরসুলা ফন ডের লায়েন বলেন, ‘আমাদের লক্ষ্য ৯ জুলাইয়ের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানো। এটি একটি বিশাল কাজ, কারণ ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিশ্বে সবচেয়ে বড় বাণিজ্য প্রবাহ রয়েছে, যার মূল্য প্রায় ১.৫ ট্রিলিয়ন ইউরো (১.৮ ট্রিলিয়ন ডলার)।’

তিনি আরও বলেন, ‘আমরা একটি মৌলিক চুক্তিতে পৌঁছাতে চাই।’ তবে তিনি স্বীকার করেন, এত অল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ চুক্তি সম্পন্ন করা সম্ভব নয়।

এদিকে, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস ওয়াশিংটনের সঙ্গে ‘দ্রুত ও সরল’ একটি চুক্তির ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ফার্মাসিউটিক্যাল, প্রকৌশল ও মোটরগাড়ি শিল্পের স্বার্থে এটি অত্যন্ত জরুরি।

ফন ডের লায়েন আরও বলেন, চুক্তি না হলে ইইউ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত। তিনি জানান, ইউরোপীয় স্বার্থ রক্ষায় ‘প্রতিশোধমূলক’ বা পুনঃসাম্যাবস্থার তালিকা প্রস্তুত রাখা হয়েছে।

‘আমরা আলোচনার মাধ্যমে সমাধান চাই, তবে যদি সন্তোষজনক চুক্তি না হয়, তাহলে আমরা ইউরোপীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পিছপা হব না,’ বলেন ফন ডের লায়েন।

তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র থেকে আসা প্রায় ১০০ বিলিয়ন ইউরো মূল্যের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের প্রস্তুতি নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ : প্রধান উপদেষ্টার প্রেস উইং
গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি : টেলিযোগাযোগ মন্ত্রণালয়
বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.৩ বিলিয়ন ডলারে: বাংলাদেশ ব্যাংক
বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই জনগণের ম্যান্ডেট নিয়েই এসেছে : টুকু
গোপালগঞ্জে হামলার ঘটনায় ভোলায় এনসিপির মশাল মিছিল
গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি ঢাবি সাদা দলের
গোপালগঞ্জে হামলার ঘটনায় রাঙ্গামাটিতে এনসিপির বিক্ষোভ ও রোড ব্লক কর্মসূচি
জুলাই বিপ্লবকে জীবিত রাখতে সকলকে সজাগ থাকতে হবে : মাহমুদুর রহমান 
জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৫৫ জনকে পুশইন
১০