ঢাকা, ৩ জুলাই, ২০২৫ (বাসস) : জাতিসংঘ পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করার কারণে জার্মানির সমালোচনার মুখে ইরান বৃহস্পতিবার জানিয়ে দিয়েছে, তারা এখনো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চুক্তি (এনপিটি) এবং তার অধীন সেফগার্ড চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।
তেহরান থেকে এএফপি জানায়, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে লেখেন, ‘ইরান এনপিটি ও সেফগার্ড চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।’
তবে একই সঙ্গে তিনি জার্মানির কড়া সমালোচনা করে বলেন, ‘ইরানে বোমা হামলার প্রতি জার্মান সরকারের সরাসরি সমর্থন স্পষ্ট করে দিয়েছে, ইরানিদের প্রতি তাদের মনে কোনো শুভবোধ নেই।’
উল্লেখ্য, জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি একটি পোস্টে ইরানের জাতিসংঘ পারমাণবিক সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্তের নিন্দা জানায়, যার জবাবে এই প্রতিক্রিয়া দেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।