টেক্সাসে আকস্মিক বন্যায় কমপক্ষে ১৩ জনের প্রাণহানি, নিখোঁজ ২০

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১০:৫১

ঢাকা, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের দক্ষিণ-সেন্ট্রাল টেক্সাসে শুক্রবার ভোরে ভারী বৃষ্টিপাতে গুয়াডালুপ নদীর তীরে আকস্মিক বন্যায় কমপক্ষে ১৩ জন প্রাণ হারিয়েছে এবং এখনো ২০ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।  

কর্তৃপক্ষের বরাত দিয়ে হিউস্টন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, মৃত ও নিখোঁজদের বেশিরভাগই গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নেওয়া মেয়ে। নিখোঁজদের উদ্ধার চেষ্টা অব্যাহত রয়েছে। 

কের কাউন্টি শেরিফ ল্যারি লেইথা সান আন্তোনিওর উত্তর-পশ্চিমাঞ্চলে এই ভয়াবহ বন্যার পর এক সংবাদ সম্মেলনে বলেন, আকস্মিক বন্যায় কমপক্ষে ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। 

২০ জন এখনো নিখোঁজ রয়েছেন এবং আরো হতাহতের আশঙ্কা রয়েছে বলে তিনি জানান। 

টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মৃতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে ।

প্যাট্রিক আরো বলেন, গুয়াডালুপ নদীর তীরবর্তী গ্রীষ্মকালীন ক্যাম্পের অন্তত ২৩ জন মেয়ে বন্যায় নিখোঁজ হয়েছে। 

তিনি বলেন, বন্যায় ৪৫ মিনিটের মধ্যে ২৬ ফুট (আট মিটার) উচ্চতায় পৌঁছায়।

প্যাট্রিক গ্রীষ্মকালীন ক্যাম্পের পরিচালকের একটি বার্তা পড়ে শোনান তিনি।

তিনি বলেন, ৪ জুলাই ছুটির সপ্তাহান্তে প্রায় ৭৫০ জন ক্যাম্পার ছিলেন। 

বন্যার ভয়াবহ মাত্রা অব্যাহত রয়েছে বলে তিনি জানান। 

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিখোঁজ মেয়েদের সন্ধানে ব্যাপক উদ্ধার প্রচেষ্টা চলছে, শুক্রবার সন্ধ্যা থেকে ট্রাকগুলো ক্যাম্পে পৌঁছে লোকজনকে বের করে আনা শুরু করেছে।

অঙ্গরাজ্য ও স্থানীয় কর্মকর্তারা বাসিন্দাদের এই অঞ্চলে ভ্রমণের বিরুদ্ধে সতর্ক করেছিলেন, যার মধ্যে নদীর ধারে বিস্তৃত ক্যাম্প গ্রাউন্ডও রয়েছে। কারণ সেখানকার বেশ কয়েকটি রাস্তা দিয়ে চলাচল করা সম্ভব নয়। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওগুলোতে দেখা গেছে,  রাতভর ১২ ইঞ্চি পর্যন্ত ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ঘরবাড়ি ও গাছ ভেসে গেছে। এই বৃষ্টিপাত কের কাউন্টির গড় বার্ষিক বৃষ্টিপাতের এক-তৃতীয়াংশ।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এক্স-এ শেয়ার করা এক ভিডিও দেখা যাচ্ছে, একজন উদ্ধারকারী হেলিকপ্টার থেকে ঝুলন্ত অবস্থায় গাছের ওপর থেকে এক ব্যক্তিকে উদ্বার করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় বিএনপি’র দোয়া ও মোনাজাত
বিএনপির আরও ৯ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
রোববার শুরু হচ্ছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ‘বসকন-২৫
বরিশালে চোরাই কয়লাসহ ১২ চোরাকারবারি আটক
কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কারিগর আটক
গোবিন্দগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত
বান্দরবানে ৭৫০ নেতাকর্মীকে বিএনপি প্রার্থী সাচিং প্রু’র সম্মাননা
দিনাজপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নাইসিয়ার কাউন্সিলের ১,৭০০তম বার্ষিকী উদযাপন করবেন পোপ ও অর্থডক্স নেতা
১০