যুক্তরাজ্যে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ কর্মসূচি নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিতের প্রচেষ্টা প্রত্যাখ্যান

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১২:২৯

ঢাকা, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : লন্ডনের হাই কোর্টের এক বিচারক শুক্রবার সরকারের ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করার একটি আবেদনকে খারিজ করে দিয়েছেন। 

যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

লণ্ডন তেকে এএফপি এ সংবাদ জানায়, এই নিষেধাজ্ঞা শুক্রবার রাত ১২টা (গ্রিনিচ মান সময় রাত ১১টা) থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার ব্রিটিশ পার্লামেন্টে এটি অনুমোদিত হয়, তবে তা কার্যকর হওয়ার আগে আদালতে এর বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ আনা হয়েছিল।

গত সপ্তাহে সরকার ঘোষণা দেয়, ‘সন্ত্রাসবাদ আইন ২০০০’-এর অধীনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নিষিদ্ধ করা হবে। এর আগে সংগঠনটির কিছু কর্মী দক্ষিণ ইংল্যান্ডের একটি বিমান ঘাঁটিতে জোরপূর্বক প্রবেশ করে।

ওই ঘটনায় ঘাঁটির দুটি বিমান লাল রঙ দিয়ে রাঙিয়ে দেওয়া হয়, যার ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৭ মিলিয়ন পাউন্ড (৯.৫৫ মিলিয়ন মার্কিন ডলার) বলে অনুমান করা হয়।

‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর সহ-প্রতিষ্ঠাতা হুদা আমোরি সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জকে সামনে রেখে হাই কোর্টে আবেদন করেছিলেন, যাতে সরকারের এই নিষিদ্ধ করার পদক্ষেপটি সাময়িকভাবে স্থগিত করা হয়।

কিন্তু বিচারক মার্টিন চেম্বারলেইন সেই আবেদন খারিজ করে দিয়ে বলেন, সংগঠনটিকে নিষিদ্ধ করার মূল্যায়ন মার্চ মাসেই শুরু হয়েছিল। যা বিমান ঘাঁটির ঘটনার আগেই সম্পন্ন হয়। 

বৃহস্পতিবার চারজন ‘প্যালেস্টাইন অ্যাকশন’ কর্মীকে আদালতে হাজির করার পর আটক রাখা হয়।

সন্ত্রাসবিরোধী পুলিশ এর আগের দিন ওই চারজনকে অভিযুক্ত করে জানায়, তারা  যুক্তরাজ্যের নিরাপত্তা বা স্বার্থের পরিপন্থী উদ্দেশ্যে নিষিদ্ধ স্থানে প্রবেশের ষড়যন্ত্র এবং অপরাধমূলক ক্ষতির ষড়যন্ত্র করেছেন।

রাষ্ট্রপক্ষ অভিযোগ করেছে, এসব অপরাধ সন্ত্রাস-সম্পর্কিত। ‘প্যালেস্টাইন অ্যাকশন’ এই নিষেধাজ্ঞাকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত বলে নিন্দা জানিয়েছে।

এই নিষেধাজ্ঞা কার্যকর হলে সংগঠনটির সদস্য হওয়া বা সমর্থন করাও ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে, যার শাস্তি সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০