ঢাকা, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : ভিয়েতনাম শনিবার ঘোষণা করেছে যে, ২০২৫ সালের প্রথমার্ধে তাদের অর্থনীতি ৭ দশমিক ৫২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। যা গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ।
হ্যানয় থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, সাধারণ পরিসংখ্যান অফিস এক বিবৃতিতে বলেছে যে, ভিয়েতনাম ২০২৫ সালের প্রথম ছয় মাসের জিডিপি গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা ২০১১-২০২৫ সময়ের প্রথম ছয় মাসের সর্বোচ্চ স্তর ।