পাকিস্তানে ভবন ধসে আটকে পড়াদের অনুসন্ধান চলছে

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১৫:১২

ঢাকা, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : পাকিস্তানে শুক্রবার একটি পাঁচ তলা ভবন ধসে কমপক্ষে আট জন নিহত ও নয় জন আহত হয়েছে।  উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নীচে আটকে পড়াদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে করাচি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় সকাল ১০টার কিছু পরে করাচির দরিদ্র লিয়ারি এলাকায় পাঁচ তলা ভবন ধসের এ ঘটনাটি ঘটে। 

এলাকাটি এক সময় দলবদ্ধ সহিংসতায় জর্জরিত ছিল এবং পাকিস্তানের সবচেয়ে বিপজ্জনক এলাকাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হত।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আরিফ আজিজ এএফপিকে বলেন, ভবনটিতে প্রায় ১শ’ লোক বাস করত বলে জানা গেছে।

ভবনটির বাসিন্দা শংকর কামহো (৩০) বলেন, প্রায় ২০টি পরিবার ভবনে বাস করছে।
ঘটনার সময় তিনি ভবনটিতে ছিলেন না। 

তিনি ঘটনাস্থল থেকে বলেন, ‘ফোনে আমার স্ত্রী আমাকে ভবনটিতে ফাটল ধরার কথা জানালে, আমি তাকে অবিলম্বে ভবন থেকে বেরিয়ে যেতে বলি।’

শংকর আরো বলেন, আমার  স্ত্রী  প্রতিবেশীদের এ বিষয়ে সতর্ক  করেছিলেন।  কিন্তু তখন এক নারী তাকে বলেছিলেন যে, এই ভবনটি কমপক্ষে আরো ১০ বছর টিকে থাকবে। 

তিনি বলেন, আমার স্ত্রী আমাদের মেয়েকে নিয়ে ভবন থেকে বের হয়ে আসেন। এর প্রায় ২০ মিনিট পর ভবনটি ধসে পড়ে।

সিন্ধু প্রদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে মৃতের সংখ্যা বেড়ে আট জনে দাঁড়িয়েছে এবং নয় জন আহত হয়েছে।

উদ্ধার অভিযানের অংশ হিসেবে থাকা এধি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাদ এধি এএফপিকে বলেন, ‘এখনও কমপক্ষে আট থেকে ১০ জন আটকা পড়ে থাকতে পারে। 

তিনি ভবনটিকে ‘জীর্ণ ভবন’ হিসাবে অভিহিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় বিএনপি’র দোয়া ও মোনাজাত
বিএনপির আরও ৯ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
রোববার শুরু হচ্ছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ‘বসকন-২৫
বরিশালে চোরাই কয়লাসহ ১২ চোরাকারবারি আটক
কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কারিগর আটক
গোবিন্দগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত
বান্দরবানে ৭৫০ নেতাকর্মীকে বিএনপি প্রার্থী সাচিং প্রু’র সম্মাননা
দিনাজপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নাইসিয়ার কাউন্সিলের ১,৭০০তম বার্ষিকী উদযাপন করবেন পোপ ও অর্থডক্স নেতা
১০