গাজায় ইসরাইলি হামলা নিহত ২০

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১৯:৫৭

ঢাকা, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শনিবার গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি সামরিক হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।

গাজা শহর থেকে এএফপি জানায়, বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, গাজা শহরের একটি স্কুলে ইসরাইলি বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন। গৃহহারাদের আশ্রয় নেওয়া অন্য একটি স্কুলে আরও এক হামলায় তিনজন নিহত এবং প্রায় ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে শিশুরাও রয়েছে।

গাজায় গণমাধ্যম নিয়ন্ত্রণ ও বহু এলাকায় প্রবেশ করতে না পারার কারণে এএফপি স্বাধীনভাবে নিহতের সংখ্যা বা ঘটনার বিশদ যাচাই করতে পারেনি।

ইসরাইল সম্প্রতি গাজায় সামরিক হামলা আরও জোরদার করেছে। ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলায় যুদ্ধের সূত্রপাতের পর থেকে এপর্যন্ত গাজায় ২০ লাখের বেশি বাসিন্দা চরম সংকটে পড়েছেন। ইসরাইলি বাহিনী ত্রাণ সহায়তায় বাধা দেওয়ায় গাজায় মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাস্তুহীন হয়ে পড়া ফিলিস্তিনিরা স্কুল ও অন্যান্য সরকারি ভবনে আশ্রয় নিয়েছেন। ইসরাইল বাহিনী সেখানেও একাধিকবার হামলা চালিয়েছে।

এএফপি ইসরাইলি সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করলে তারা নির্দিষ্ট স্থান চিহ্নিত ছাড়া হামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সাম্প্রতিক হামলার ঘটনায় হামাস জানায়, তারা যুক্তরাষ্ট্রের উদ্যোগে প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে ‘অবিলম্বে’ আলোচনা শুরু করতে প্রস্তুত। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সোমবার ওয়াশিংটন সফরের আগ মুহূর্তে এই প্রস্তাবটি এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যুদ্ধ অবসানে তৎপরতা জোরদার করেছেন।

সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে এএফপি’র হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে হামাসের হামলায় ইসরাইলে ১ হাজার ২১৯ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

গাজার হামাস-শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এপর্যন্ত গাজায় ৫৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। জাতিসংঘ এ সংখ্যাকে বিশ্বাসযোগ্য হিসেবে বিবেচনা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বাস্থ্যখাতে ফ্যাসিস্ট আমলে সুবিধাভোগীরা গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন : ডা. রফিক
‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে স্থানীয় সরকার বিভাগের আইডিয়া প্রতিযোগিতা 
গাজীপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু
বগুড়ায় নিহত যুবদল কর্মী ইমরানের পরিবারের পাশে তারেক রহমান
তানভীরের ঘূর্ণিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সংস্কারের বিকল্প নেই : গোলটেবিল বৈঠকে বক্তরা
চট্টগ্রামে রানওয়েতে উড়োজাহাজ আটকে যাওয়ায় ৪ ফ্লাইটে বিলম্ব
পাহাড়ের অর্গানিক ফল আমাদের ঐতিহ্যের অংশ : পার্বত্য উপদেষ্টা
গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে রুয়েটের হিট প্রকল্প
আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
১০