গাজায় ইসরাইলি হামলা নিহত ২০

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১৯:৫৭

ঢাকা, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শনিবার গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি সামরিক হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।

গাজা শহর থেকে এএফপি জানায়, বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, গাজা শহরের একটি স্কুলে ইসরাইলি বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন। গৃহহারাদের আশ্রয় নেওয়া অন্য একটি স্কুলে আরও এক হামলায় তিনজন নিহত এবং প্রায় ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে শিশুরাও রয়েছে।

গাজায় গণমাধ্যম নিয়ন্ত্রণ ও বহু এলাকায় প্রবেশ করতে না পারার কারণে এএফপি স্বাধীনভাবে নিহতের সংখ্যা বা ঘটনার বিশদ যাচাই করতে পারেনি।

ইসরাইল সম্প্রতি গাজায় সামরিক হামলা আরও জোরদার করেছে। ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলায় যুদ্ধের সূত্রপাতের পর থেকে এপর্যন্ত গাজায় ২০ লাখের বেশি বাসিন্দা চরম সংকটে পড়েছেন। ইসরাইলি বাহিনী ত্রাণ সহায়তায় বাধা দেওয়ায় গাজায় মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাস্তুহীন হয়ে পড়া ফিলিস্তিনিরা স্কুল ও অন্যান্য সরকারি ভবনে আশ্রয় নিয়েছেন। ইসরাইল বাহিনী সেখানেও একাধিকবার হামলা চালিয়েছে।

এএফপি ইসরাইলি সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করলে তারা নির্দিষ্ট স্থান চিহ্নিত ছাড়া হামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সাম্প্রতিক হামলার ঘটনায় হামাস জানায়, তারা যুক্তরাষ্ট্রের উদ্যোগে প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে ‘অবিলম্বে’ আলোচনা শুরু করতে প্রস্তুত। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সোমবার ওয়াশিংটন সফরের আগ মুহূর্তে এই প্রস্তাবটি এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যুদ্ধ অবসানে তৎপরতা জোরদার করেছেন।

সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে এএফপি’র হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে হামাসের হামলায় ইসরাইলে ১ হাজার ২১৯ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

গাজার হামাস-শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এপর্যন্ত গাজায় ৫৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। জাতিসংঘ এ সংখ্যাকে বিশ্বাসযোগ্য হিসেবে বিবেচনা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০