ঢাকা, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শনিবার ইউক্রেনে রাশিয়ার তিন বছরব্যাপী যুদ্ধকালীন সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
জাতিসংঘ সদর দপ্তর থেকে এএফপি জানায়, এক বিবৃতিতে গুতেরেস বলেন, ‘মহাসচিব রাশিয়ান ফেডারেশনের সর্বশেষ বৃহৎ পরিসরের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানাচ্ছেন।’
তিনি শুক্রবারের ওই হামলার উল্লেখ করে একটি পূর্ণাঙ্গ, তাৎক্ষণিক ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বানও জানান।
ঘণ্টার পর ঘণ্টা ধরে চলা রুশ গোলাবর্ষণে ইউক্রেনজুড়ে মানুষ বাংকার ও আশ্রয়কেন্দ্রে ছুটে যায়।
এএফপির সাংবাদিকেরা জানান, কিয়েভে তারা ড্রোনের গুঞ্জন শুনেছেন এবং রাতভর বিস্ফোরণের শব্দে আকাশ কেঁপে উঠেছে, যেগুলোর অনেকটিই ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে।
জাতিসংঘ মুখপাত্র স্তেফান দুজারিকের মাধ্যমে দেওয়া বিবৃতিতে আরও বলা হয়, ‘মহাসচিব এই বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি এবং বেসামরিক হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ায় গভীরভাবে উদ্বিগ্ন। বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর হামলা আন্তর্জাতিক আইনের আওতায় নিষিদ্ধ এবং তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।’