বাণিজ্য শুল্ক নিয়ে সোমবার ১২টি চিঠি পাঠাতে পারেন ট্রাম্প

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ২০:৪০

ঢাকা, ৫ জুলাই, ২০২৫ (বাসস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানিয়েছেন, তিনি ১২টি বাণিজ্যিক চিঠি স্বাক্ষর করেছেন, যা আগামী সপ্তাহে পাঠানো হবে।

মরিসটাউন থেকে এএফপি জানায়, এয়ার ফোর্স ওয়ানে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি কিছু চিঠি স্বাক্ষর করেছি, সেগুলো সোমবার পাঠানো হবে- সম্ভবত ১২টি। কোন কোন দেশে চিঠি পাঠানো হবে, সেটিও একই দিন প্রকাশ করা হবে বলে জানান ট্রাম্প।

গত এপ্রিলে ট্রাম্প প্রায় সব বাণিজ্যিক অংশীদারের ওপর পারস্পরিক আমদানি শুল্ক আরোপ করেন। এ শুল্কের হার ১০ থেকে ৭০ শতাংশ আরোপ করেন। এরপর কিছু নির্দিষ্ট দেশের জন্য এই হার আরও বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়।  তবে কিছুদিনের মধ্যে তিনি বাণিজ্য আলাচনা চালিয়ে যেতে সেই সিদ্ধান্ত ৯ জুলাই পর্যন্ত স্থগিত করেন।

এরপর থেকে বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, যাতে তারা এই উচ্চ শুল্ক থেকে বাঁচতে পারে। এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসন যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গে চুক্তি করেছে এবং ওয়াশিংটন ও বেইজিং পাল্টাপাল্টি শুল্ক আরোপ সাময়িকভাবে কমাতে সম্মত হয়েছে।

৯ জুলাইয়ের সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ট্রাম্প একাধিকবার বলেছেন, তিনি বিভিন্ন দেশকে চিঠি দিয়ে শুল্কের হারে জানিয়ে দেবেন।

শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে বলেন, আলাদাভাবে আলোচনায় বসার চেয়ে চিঠি পাঠানো অনেক সহজ।

তিনি উদাহরণ দিয়ে বলেন, যুক্তরাজ্যের সঙ্গে আমরা যা করেছি, তা দুই পক্ষের জন্যই ভালো। একইভাবে চীনের সঙ্গেও যে আলোচনা হয়েছে, সেটাও ভালো হয়েছে বলে আমি মনে করি।

তবে ট্রাম্প এটিও বলেন, চিঠিতে বলা সহজ— ‘দেখুন, আমাদের মধ্যে বাণিজ্য ঘাটতি রয়েছে, কিংবা কখনও উদ্বৃত্ত— তবে খুব বেশি নয়। আর আপনি যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে চান, তাহলে আপনাকে এই পরিমাণ শুল্ক দিতে হবে’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০