বাণিজ্য শুল্ক নিয়ে সোমবার ১২টি চিঠি পাঠাতে পারেন ট্রাম্প

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ২০:৪০

ঢাকা, ৫ জুলাই, ২০২৫ (বাসস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানিয়েছেন, তিনি ১২টি বাণিজ্যিক চিঠি স্বাক্ষর করেছেন, যা আগামী সপ্তাহে পাঠানো হবে।

মরিসটাউন থেকে এএফপি জানায়, এয়ার ফোর্স ওয়ানে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি কিছু চিঠি স্বাক্ষর করেছি, সেগুলো সোমবার পাঠানো হবে- সম্ভবত ১২টি। কোন কোন দেশে চিঠি পাঠানো হবে, সেটিও একই দিন প্রকাশ করা হবে বলে জানান ট্রাম্প।

গত এপ্রিলে ট্রাম্প প্রায় সব বাণিজ্যিক অংশীদারের ওপর পারস্পরিক আমদানি শুল্ক আরোপ করেন। এ শুল্কের হার ১০ থেকে ৭০ শতাংশ আরোপ করেন। এরপর কিছু নির্দিষ্ট দেশের জন্য এই হার আরও বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়।  তবে কিছুদিনের মধ্যে তিনি বাণিজ্য আলাচনা চালিয়ে যেতে সেই সিদ্ধান্ত ৯ জুলাই পর্যন্ত স্থগিত করেন।

এরপর থেকে বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, যাতে তারা এই উচ্চ শুল্ক থেকে বাঁচতে পারে। এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসন যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গে চুক্তি করেছে এবং ওয়াশিংটন ও বেইজিং পাল্টাপাল্টি শুল্ক আরোপ সাময়িকভাবে কমাতে সম্মত হয়েছে।

৯ জুলাইয়ের সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ট্রাম্প একাধিকবার বলেছেন, তিনি বিভিন্ন দেশকে চিঠি দিয়ে শুল্কের হারে জানিয়ে দেবেন।

শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে বলেন, আলাদাভাবে আলোচনায় বসার চেয়ে চিঠি পাঠানো অনেক সহজ।

তিনি উদাহরণ দিয়ে বলেন, যুক্তরাজ্যের সঙ্গে আমরা যা করেছি, তা দুই পক্ষের জন্যই ভালো। একইভাবে চীনের সঙ্গেও যে আলোচনা হয়েছে, সেটাও ভালো হয়েছে বলে আমি মনে করি।

তবে ট্রাম্প এটিও বলেন, চিঠিতে বলা সহজ— ‘দেখুন, আমাদের মধ্যে বাণিজ্য ঘাটতি রয়েছে, কিংবা কখনও উদ্বৃত্ত— তবে খুব বেশি নয়। আর আপনি যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে চান, তাহলে আপনাকে এই পরিমাণ শুল্ক দিতে হবে’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় বিএনপি’র দোয়া ও মোনাজাত
বিএনপির আরও ৯ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
রোববার শুরু হচ্ছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ‘বসকন-২৫
বরিশালে চোরাই কয়লাসহ ১২ চোরাকারবারি আটক
কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কারিগর আটক
গোবিন্দগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত
বান্দরবানে ৭৫০ নেতাকর্মীকে বিএনপি প্রার্থী সাচিং প্রু’র সম্মাননা
দিনাজপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নাইসিয়ার কাউন্সিলের ১,৭০০তম বার্ষিকী উদযাপন করবেন পোপ ও অর্থডক্স নেতা
১০