ইসরাইল-হামাস যুদ্ধবিরতির উদ্যোগে অগ্রগতি : দোহায় নতুন আলোচনার প্রস্তুতি

বাসস
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১৭:০১

ঢাকা, ৬ জুলাই, ২০২৫ (বাসস) : গাজায় ইসরাইল-হামাস যুদ্ধ অবসানে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা হামাসকে জানিয়েছেন যে, নতুন দফার পরোক্ষ আলোচনা রোববার কাতারের রাজধানী দোহায় শুরু হবে।

গাজা সিটি থেকে এএফপি জানায়, হামাসের ঘনিষ্ঠ ও আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা এএফপিকে বলেন, ‘মধ্যস্থতাকারীরা হামাসকে জানিয়েছেন যে, আজ রোববার দোহায় হামাস ও ইসরাইলের মধ্যে নতুন এক দফা পরোক্ষ আলোচনা শুরু হবে।’

তিনি জানান, হামাস প্রতিনিধিদল ইতোমধ্যেই দোহায় পৌঁছেছে। সংগঠনটির শীর্ষ পর্যায়ের আলোচক খালিল আল-হাইয়া এ প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন।

নতুন এই আলোচনায় সম্ভাব্য যুদ্ধবিরতির শর্তাবলি নিয়ে আলোচনা হবে। বিশেষ করে ইসরাইলি জিম্মিদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি এবং মানবিক সহায়তার পরিমাণ ও দীর্ঘস্থায়ী যুদ্ধ অবসানের নিশ্চয়তা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

আলোচনার সঙ্গে যুক্ত দুটি ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র-সমর্থিত সর্বশেষ প্রস্তাবে ৬০ দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এ সময় হামাস ১০ জন জীবিত জিম্মি এবং কয়েকটি মৃতদেহ মুক্তি দেবে, এর বিনিময়ে ইসরাইল একাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।

শুক্রবার হামাস জানায়, তারা ‘অবিলম্বে ও আন্তরিকভাবে’ আলোচনায় অংশ নিতে প্রস্তুত এবং তারা ইতোমধ্যে প্রস্তাবের জবাবও দিয়েছে। তবে প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করা হয়নি।

শনিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, ‘হামাস যে পরিবর্তন চাচ্ছে তা ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য নয়।’

তবে নেতানিয়াহু দফতর জানায়, ইসরাইল ‘কাতারের প্রস্তাবে’ সম্মতি দিয়েছে এবং আলোচনায় অংশ নিতে নিজস্ব প্রতিনিধিদল দোহায় পাঠাবে। রোববারই প্রতিনিধিরা দোহা রওনা দেবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার সংসদ : নাহিদ ইসলাম
দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল
আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোক
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন পালনের স্বার্থকতা : ধর্ম উপদেষ্টা
আগামীকাল জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার আলোচনা পুনরায় শুরু
নতুন বাংলাদেশ গড়তে ন্যায়বিচার, সংস্কার ও নতুন সংবিধান জরুরি : নাহিদ ইসলাম
নদীতে গোসল করতে নেমে ৩ শিক্ষার্থীর মৃত্যু
ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলো তাজিয়া মিছিল
ভূঁইফোড় সংগঠন বিষয়ে সর্তক করলো বিএনপি 
যুক্তরাজ্য সফরে যাচ্ছেন মাখোঁ, ইইউ’র সঙ্গে সম্পর্ক ‘পুনরুদ্ধারে’ মনোযোগী স্টারমার
১০