পাকিস্তানে ভবনধসে নিহত বেড়ে ২৭

বাসস
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১৯:০৮
ছবি : সংগৃহীত

ঢাকা, ৬ জুলাই, ২০২৫ (বাসস) : পাকিস্তানের করাচি শহরে একটি পাঁচতলা ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে।

গত শুক্রবার সকাল ১০টার দিকে করাচির লিয়ারি এলাকায় ভবনটি ধসে পড়ে। এলাকাটি একসময় চরম গ্যাং সহিংসতায় জর্জরিত ছিল এবং পাকিস্তানের সবচেয়ে বিপজ্জনক অঞ্চলের একটি হিসেবে পরিচিত ছিল।

করাচি থেকে এএফপি জানায়, সরকারি উদ্ধার সংস্থা ১১২২-এর মুখপাত্র হাসসান খান বলেন, ধ্বংসস্তূপের বেশিরভাগ অংশ সরানো হয়েছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৭ জনে দাঁড়িয়েছে। তিনি আশা করেন, রোববার বিকেলের মধ্যেই উদ্ধার অভিযান শেষ হবে।

স্থানীয়রা জানান, ধসের আগে তারা ভবন থেকে ফাটলের শব্দ শুনতে পেয়েছেন।

কর্তৃপক্ষ জানায়, ভবনটিকে অনিরাপদ ঘোষণা করে ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে বাসিন্দাদের উচ্ছেদ নোটিশ পাঠানো হয়েছিল। তবে কিছু মালিক ও বাসিন্দারা জানান, তারা কোনো নোটিশ পাননি।

রোববার ভবনের ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে এক মেয়ের শোকার্ত পিতা দেব রাজ (৫৪) এএফপি’কে বলেন, আমার মেয়ে ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। সে আমার আদরের মেয়ে। খুবই সংবেদনশীল ছিল। মাত্র ছয় মাস আগে তার বিয়ে হয়।

পাকিস্তানে ভবন বা ছাদের ধস নতুন নয়। দুর্বল নির্মাণ সামগ্রী, নিম্নমানের কাঠামো ও নিরাপত্তা মান না মেনে চলার কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। ২৪ কোটির বেশি জনসংখ্যার এ দেশটিতে এসব ঝুঁকি দীর্ঘদিন ধরেই বিদ্যমান। 

বিশেষ কেরদুই কোটি মানুষের বসবাসের শহর করাচিতে দুর্বল নির্মাণ, অবৈধ ভবন সম্প্রসারণ, পুরোনো অবকাঠামো, অতিরিক্ত জনসংখ্যা এবং ভবন বিধিমালার শিথিল প্রয়োগে এই সমস্যা আরও প্রকট হয়ে উঠছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অপসংস্কৃতি থেকে শিশুদের রক্ষায় মঞ্চ নাটকের পুনর্জাগরণ প্রয়োজন : শারমীন এস মুরশিদ
৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার সংসদ : নাহিদ ইসলাম
দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল
আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোক
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন পালনের স্বার্থকতা : ধর্ম উপদেষ্টা
আগামীকাল জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার আলোচনা পুনরায় শুরু
নতুন বাংলাদেশ গড়তে ন্যায়বিচার, সংস্কার ও নতুন সংবিধান জরুরি : নাহিদ ইসলাম
নদীতে গোসল করতে নেমে ৩ শিক্ষার্থীর মৃত্যু
ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলো তাজিয়া মিছিল
ভূঁইফোড় সংগঠন বিষয়ে সর্তক করলো বিএনপি 
১০