ঢাকা, ৭ জুলাই, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করে বলেছেন, সোমবার থেকে অন্যান্য দেশগুলোকে শুল্ক এবং বাণিজ্য চুক্তি বিষয়ক চিঠি পাঠানো শুরু করবেন তিনি। স্থগিত করা শুল্কারোপ কার্যকরের আগেই মার্কিন প্রশাসন এ চিঠি পাঠাচ্ছে।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
রোববার তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন,‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক সংক্রান্ত চিঠি অথবা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির চিঠি ৭ জুলাই, সোমবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে বিতরণ শুরু হবে’।
তিনি আরো জানান, চিঠিগুলো বিভিন্ন দেশে পাঠানোর মাধ্যমে স্থগিত থাকা শুল্ক কার্যকর করার প্রক্রিয়া এগিয়ে যাবে।