তাইওয়ানে ঘূর্ণিঝড় ডানাসের আঘাত

বাসস
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৩:১৩

ঢাকা, ৭ জুলাই, ২০২৫ (বাসস) : তাইওয়ানের পশ্চিম উপকূলে রোববার গভীর রাতে ঘূর্ণিঝড় ডানাস আঘাত হেনেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দ্বীপটিতে প্রবল বৃষ্টিপাত হয়েছে এবং বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে।

কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের বরাত দিয়ে তাইপে থেকে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে।

আবহাওয়া সংস্থা জানায়, চিয়াই কাউন্টির বুদাই শহরের কাছে স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে ঝড়টি আঘাত হানে। 

এ সময় ঝড়টির সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৪ কিলোমিটার (প্রায় ৯০ মাইল)।

 কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের সর্বশেষ পরামর্শ অনুসারে, ডানাস রাতারাতি তাইওয়ানের পশ্চিম উপকূল বরাবর উত্তর দিকে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা জানিয়েছে, এই ঝড়ে কমপক্ষে ২৮ জনকে সামান্য আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হয়েছে।

ডানাসের প্রভাবে সপ্তাহান্তে দক্ষিণ তাইওয়ান জুড়ে ৫০০ মিলিমিটারের (২০ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত হয়েছে।

দমকল কর্মীরা জানিয়েছে, বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া প্রায় ৩ হাজার মানুষের বেশিরভাগই দক্ষিণ বন্দর শহর কাওশিউংয়ের আশপাশের পাহাড়ি এলাকায় বাস করত।

তারা আরো জানায়, প্রাকৃতিক দুর্যোগটির প্রভাবে কমপক্ষে ১০টি ভূমিধসের ঘটনা রেকর্ড করা হয়েছে এবং প্রবল বৃষ্টিপাতের কারণে ৪৯টি এলাকা প্লাবিত হয়েছে। 

তবে, এরপর থেকে পানি কমে গেছে।

তাইওয়ানে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত  ঘন ঘন গ্রীষ্মমন্ডলীয় ঝড় আঘাত হানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরকারের সুচিন্তিত নীতি-কৌশলে মূল্যস্ফীতি দ্রুত কমছে: প্রেস সচিব
দিনাজপুরে ১৩ জন আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেফতার ৪৬
বাংলাদেশে জুন মাসের পিএমআই সম্প্রসারণের হার ৫৩.১ রেকর্ড করা হয়েছে
টানা ৩০ বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জয় অব্যাহত অস্ট্রেলিয়ার
বাংলা একাডেমির কার্যক্রমে গুণগত পরিবর্তন ও সংস্কারে কমিটি গঠন করেছে মন্ত্রণালয়
গিল-দীপের নৈপুন্যে দারুণভাবে সিরিজে সমতা ফেরাল ভারত
চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় পিকআপ চালক ও মিরসরাইয়ে শিশু নিহত
৬০ দিনের মধ্যে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আবেদনের নিষ্পত্তি চায় এনডিএম
ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুলের চার ব্যাংক হিসাব অবরুদ্ধ
শ্রীলংকার মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের চ্যালেঞ্জ বাংলাদেশের
১০