ঢাকা, ৭ জুলাই, ২০২৫ (বাসস) : ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার হামলায় কমপক্ষে চারজন নিহত ও ৩০ জনেরও বেশি আহত হয়েছে।
দেশটির আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি কিয়েভ থেকে সোমবার একথা জানিয়েছে।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা টেলিগ্রামে জানিয়েছে যে, রাশিয়ার হামলায় সুমি অঞ্চলে দুই জন ও ওডেসায় একজন নিহত হয়েছে।
অন্যদিকে খেরসনের গভর্নর ৩৫ বছর বয়সী একজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের কর্মকর্তাদের মতে, রাশিয়ার এই হামলায় ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।