ঢাকা, ৭ জুলাই, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সম্ভবত’ শুক্রবার বন্যা কবলিত টেক্সাস সফর করবেন। সম্পতি টেক্সাস রাজ্যে ভয়াবহ আকস্মিক বন্যায় কমপক্ষে ৭৮ জন নিহত এবং আরো বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছে।
মরিসটাউন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘এটি ১০০ বছরের বিপর্যয় এবং এটি খুবই ভয়ঙ্কর।’ তিনি ‘সম্ভবত শুক্রবার’ সফর করবেন বলে জানান।
মার্কিন প্রেসিডেন্ট জাতীয় আবহাওয়া পরিষেবা এবং অন্যান্য ফেডারেল সংস্থাগুলোতে তার প্রশাসনের কাটছাঁটের ফলে বন্যার আগে বাসিন্দাদের সতর্ক করার সরকারের সক্ষমতার ওপর কোন প্রভাব পড়েছে কি-না, সে সম্পর্কে করা প্রশ্নগুলো এড়িযে যান।