ভিয়েতনামের অ্যাপার্টমেন্ট ব্লকে অগ্নিকাণ্ডে ৮ জনের প্রাণহানি

বাসস
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৪:০৪

ঢাকা, ৭ জুলাই, ২০২৫ (বাসস) : ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় ব্যবসায়িক কেন্দ্র হো চি মিন সিটিতে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ আট জন প্রাণ হারিয়েছে।

হ্যানয় থেকে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি সোমবার এ খবর জানিয়েছে।

হো চি মিন সিটি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, রোববার গভীর রাতে পাঁচ তলা বিশিষ্ট একটি অ্যাপার্টমেন্ট ব্লকের নিচ তলায় অগ্নিকাণ্ডে মৃতদের আট জনই ধোঁয়ায় নিঃশ্বাস নিতে না পারায় শ্বাসকষ্টে মারা গেছেন।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, জরুরি পরিষেবা কর্মীরা আসার আগেই অ্যাপার্টমেন্টের ভেতর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেলে বাসিন্দারা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভাতে চেষ্টা করেন।

এক প্রতিবেশী রাষ্ট্রীয় থান নিয়ান সংবাদপত্রকে জানিয়েছেন, ‘অ্যাপার্টমেন্ট থেকে সাহায্যের জন্য চিৎকার শোনা যাচ্ছিল। ওপরের তলায় থাকা বেশ কয়েকজন বাসিন্দা আগুন থেকে রক্ষা পেতে জানালা দিয়ে ঝাঁপ দিয়েছিলেন।’

তিনি বলেন, এটি একটি ভয়াবহ অভিজ্ঞতা ছিল। 

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ এখনও তদন্তাধীন রয়েছে।

সম্প্রতি ভিয়েতনামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কিছু উচ্চপদস্থ ব্যক্তিকে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

২০২৩ সালে হ্যানয়ের একটি অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে ৫৬ জন নিহত হওয়ার ঘটনায় এই বছর আট জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে ঘটনাটি ছিল দুই দশকের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড।

ডিসেম্বরে, হ্যানয়ের কারাওকে একটি পানশালায় অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হওয়ার ঘটনায় পুলিশ একজন সন্দেহভাজন অগ্নিসংযোগকারীকে গ্রেফতার করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০