মিয়ানমারে সংঘর্ষ, ভারতে পালিয়েছে ৪ হাজার মানুষ

বাসস
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৯:২৮ আপডেট: : ০৭ জুলাই ২০২৫, ১৯:২৯

ঢাকা, ৭ জুলাই, ২০২৫ (বাসস) : যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে প্রচণ্ড সংঘর্ষের ফলে গত চার দিনে প্রায় ৪ হাজার মানুষ ভারতে পালিয়ে এসেছে বলে জানিয়েছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের কর্মকর্তারা।

মিজোরাম রাজ্যের স্বরাষ্ট্রসচিব ভানলালমাওইয়া এএফপিকে জানান, সীমান্ত ঘেঁষা ঘন বনাঞ্চল পেরিয়ে এসব শরণার্থী ভারতে প্রবেশ করেছে। তারা মিয়ানমারের প্রতিদ্বন্দ্বী সশস্ত্র চিন গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ থেকে পালিয়ে এসেছে।

তিনি বলেন, ‘অনেকের আত্মীয়স্বজন ভারতের দিকেই থাকেন, ফলে তারা সেখানেই অবস্থান করছেন। অন্যদের স্থানীয় কমিউনিটি হলে আশ্রয় দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, ২০২১ সালে সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলছে এবং এরই মধ্যে মিজোরাম রাজ্যে ৩০ হাজারের বেশি মিয়ানমার শরণার্থী আশ্রয় নিয়েছে।

এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘গত চার দিনে আনুমানিক ৪ হাজার মানুষ সীমান্ত পেরিয়ে এসেছে।’

পুলিশ জানিয়েছে, সেনা শাসন বিরোধী এই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে চিনল্যান্ড অঞ্চল নিয়ন্ত্রণ নিয়ে লড়াই অব্যাহত রয়েছে।

ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘সীমান্তের ওপারে পরিস্থিতি এখনো উত্তপ্ত, তাই আমরা তাদের ফিরে যেতে বলিনি।’

চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় ভারত মিয়ানমারের সঙ্গে সম্পর্ক গভীর করতে চাইলেও সেনা অভ্যুত্থান নিয়ে দেশটি প্রকাশ্যে কোনো সমালোচনা করেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই শহীদদের প্রেরণা অনুসরণ করলে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
উপজেলা পর্যায়ে অধঃস্তন আদালত সম্প্রসারণে একমত রাজনৈতিক দলগুলো : আলী রীয়াজ
বাংলাদেশ নারী দলকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার
রাজধানীর শ্যামপুরে আওয়ামী লীগের তিন নেতা-কর্মী গ্রেফতার
‘র‌্যাপিড নিডস অ্যাসেসমেন্ট’ প্রতিবেদনের সঠিকতা নিরূপণে কর্মশালা
আশুলিয়ায় সাব রেজিস্ট্রারের পদত্যাগের দাবীতে দলিল লেখকদের মানববন্ধন 
আশুলিয়ায় সাব রেজিস্ট্রারের পদত্যাগের দাবীতে দলিল লেখকদের মানববন্ধন 
আশুলিয়ায় সাব রেজিস্ট্রারের পদত্যাগের দাবীতে দলিল লেখকদের মানববন্ধন 
বিচারসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে আদালত বিকেন্দ্রীকরণের বিকল্প নেই : মজিবুর রহমান মঞ্জু
সাভারে পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী টুটুল গ্রেফতার
১০