প্রায় ১,৬০০ ভূমিকম্পের পর জাপানের দ্বীপাঞ্চল ছেড়েছেন অনেক বাসিন্দা

বাসস
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৯:৫১

ঢাকা, ৭ জুলাই, ২০২৫ (বাসস) : জাপানের দক্ষিণাঞ্চলের দূরবর্তী দ্বীপগুলোতে বিগত কয়েক সপ্তাহে প্রায় ১,৬০০ ভূমিকম্প অনুভূত হওয়ার পর ডজনখানেক বাসিন্দা দ্বীপ ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বলে সোমবার জানিয়েছেন স্থানীয় মেয়র।

টোকিও থেকে এএফপি জানায়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত আকুসেকি দ্বীপে গতরাতে ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানলেও বড় ধরনের কোনো ভৌত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানান মেয়র গেনিচিরো কুবো। তিনি অন্য একটি দ্বীপে অবস্থান করছেন।

তবে ২১ জুন থেকে শুরু হওয়া ঘন ঘন ভূকম্পনে দ্বীপের বাসিন্দারা চরম মানসিক চাপ ও ঘুমহীনতার মধ্যে রয়েছেন।

আকুসেকি দ্বীপের ৮৯ জন বাসিন্দার মধ্যে রোববার পর্যন্ত ৪৪ জন পার্শ্ববর্তী কাগোশিমা অঞ্চলে সরিয়ে নেওয়া হয়েছে এবং আশেপাশের আরেকটি দ্বীপ থেকেও ১৫ জন এলাকা ছেড়েছেন বলে জানান কুবো।

সাতটি বসবাসযোগ্য ও পাঁচটি অনাবাসিক দ্বীপ নিয়ে গঠিত এই পৌরসভা কাগোশিমা শহর থেকে প্রায় ১১ ঘণ্টার ফেরি পথ দূরে অবস্থিত।

সোমবার সকাল পর্যন্ত মোট ১,৫৮২টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যাকে ভূকম্পবিদরা ‘কম্পনের ঝাঁক’ বলে অভিহিত করেছেন।

বিশেষজ্ঞদের ধারণা, এই ভূমিকম্পগুলোর কারণ হতে পারে সমুদ্রতল দেশের আগ্নেয়গিরি ও ম্যাগমার প্রবাহ। তবে তারা জানিয়েছেন, এ ধরনের কম্পন কতদিন চলবে তা নির্ভুলভাবে বলা সম্ভব নয়।

মেয়র কুবো বলেন, ‘আমরা বলতে পারছি না সামনে কী ঘটবে। কবে এটি শেষ হবে, সেটাও আমরা জানি না।’

এর আগেও ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে একই এলাকায় এমন ভূমিকম্পের প্রবণতা দেখা যায়, তখন ৩৪৬টি ভূমিকম্প রেকর্ড করেছিল জাপান আবহাওয়া সংস্থা।

জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। এটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ বা ‘অগ্নিকুণ্ডুলী’র পশ্চিম প্রান্তে চারটি বড় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত।

প্রায় ১২৫ মিলিয়ন জনসংখ্যার দেশটি বছরে গড়ে প্রায় ১,৫০০ ভূকম্পন অনুভব করে এবং বিশ্বের মোট ভূমিকম্পের প্রায় ১৮ শতাংশ এখানেই ঘটে।

সামাজিক মাধ্যমে ছড়ানো ভিত্তিহীন গুজবের কারণে কিছু বিদেশি পর্যটক সম্প্রতি জাপান সফর থেকে বিরত থেকেছেন, অনেকে ভয় পেয়েছেন একটি বড় ধরনের ভূমিকম্প আসন্ন বলে।

বিশেষ করে ২০২১ সালে পুনর্মুদ্রিত একটি মাঙ্গা কমিক ছিল উদ্বেগের কেন্দ্রবিন্দু, যেখানে ৫ জুলাই ২০২৫ তারিখে বড় ধরনের দুর্যোগের ভবিষ্যদ্বাণী করা হয়েছিল—যা শেষ পর্যন্ত ঘটেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০