তাইওয়ানে তাইফুন দানাসের হানা : সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষ

বাসস
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৯:৫৪

ঢাকা, ৭ জুলাই, ২০২৫ (বাসস) : তাইফুন ‘দানাস’ রবিবার রাতের দিকে তাইওয়ানের পশ্চিম উপকূলে আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন। এই ঝড় প্রবল বৃষ্টিপাত ঘটিয়েছে, যার ফলে দেশটির বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে।

তাইপেই থেকে এএফপি জানায়, রাত ১১টা ৪০ মিনিটে (জিএমটি সময় ১৫৪০) তাইওয়ানের চিয়াই কাউন্টির বুডাই শহরের কাছে তাইফুনটি আঘাত হানে। এ সময় এর সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৪৪ কিলোমিটার (প্রায় ৯০ মাইল), জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়া বিভাগের সর্বশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, টাইফুনটি রাতভর তাইওয়ানের পশ্চিম উপকূল বরাবর উত্তর দিকে অগ্রসর হবে বলে ধারণা করা হচ্ছে।

তাইওয়ানের জাতীয় দমকল সংস্থার তথ্যমতে, ঝড়জনিত কারণে অন্তত ২৮ জন সামান্য আঘাত পেয়েছেন এবং চিকিৎসা নিয়েছেন।

টাইফুন ‘দানাস’ পুরো সপ্তাহান্ত জুড়ে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে ৫০০ মিলিমিটারের (২০ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত ঘটিয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

দমকল বিভাগের তথ্য অনুযায়ী, প্রায় ৩,০০০ মানুষকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে, যাদের অধিকাংশই দক্ষিণাঞ্চলের পার্বত্য এলাকা, বিশেষ করে কাওসিউং বন্দর শহরের পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দা।

কমপক্ষে ১০টি ভূমিধস এবং ৪৯টি এলাকায় বন্যার ঘটনা রেকর্ড করা হয়েছে। তবে কর্তৃপক্ষ জানায়, বর্তমানে বেশিরভাগ জায়গায় পানি সরে গেছে।

তাইওয়ানে প্রতিবছর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়টাতে ঘনঘন ক্রান্তীয় ঝড় হয়ে থাকে এবং তাইফুন তাদের জন্য এক পরিচিত প্রাকৃতিক বিপর্যয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় বিএনপি’র দোয়া ও মোনাজাত
বিএনপির আরও ৯ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
রোববার শুরু হচ্ছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ‘বসকন-২৫
বরিশালে চোরাই কয়লাসহ ১২ চোরাকারবারি আটক
কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কারিগর আটক
গোবিন্দগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত
বান্দরবানে ৭৫০ নেতাকর্মীকে বিএনপি প্রার্থী সাচিং প্রু’র সম্মাননা
দিনাজপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নাইসিয়ার কাউন্সিলের ১,৭০০তম বার্ষিকী উদযাপন করবেন পোপ ও অর্থডক্স নেতা
১০