তাইওয়ানে তাইফুন দানাসের হানা : সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষ

বাসস
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৯:৫৪

ঢাকা, ৭ জুলাই, ২০২৫ (বাসস) : তাইফুন ‘দানাস’ রবিবার রাতের দিকে তাইওয়ানের পশ্চিম উপকূলে আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন। এই ঝড় প্রবল বৃষ্টিপাত ঘটিয়েছে, যার ফলে দেশটির বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে।

তাইপেই থেকে এএফপি জানায়, রাত ১১টা ৪০ মিনিটে (জিএমটি সময় ১৫৪০) তাইওয়ানের চিয়াই কাউন্টির বুডাই শহরের কাছে তাইফুনটি আঘাত হানে। এ সময় এর সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৪৪ কিলোমিটার (প্রায় ৯০ মাইল), জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়া বিভাগের সর্বশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, টাইফুনটি রাতভর তাইওয়ানের পশ্চিম উপকূল বরাবর উত্তর দিকে অগ্রসর হবে বলে ধারণা করা হচ্ছে।

তাইওয়ানের জাতীয় দমকল সংস্থার তথ্যমতে, ঝড়জনিত কারণে অন্তত ২৮ জন সামান্য আঘাত পেয়েছেন এবং চিকিৎসা নিয়েছেন।

টাইফুন ‘দানাস’ পুরো সপ্তাহান্ত জুড়ে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে ৫০০ মিলিমিটারের (২০ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত ঘটিয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

দমকল বিভাগের তথ্য অনুযায়ী, প্রায় ৩,০০০ মানুষকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে, যাদের অধিকাংশই দক্ষিণাঞ্চলের পার্বত্য এলাকা, বিশেষ করে কাওসিউং বন্দর শহরের পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দা।

কমপক্ষে ১০টি ভূমিধস এবং ৪৯টি এলাকায় বন্যার ঘটনা রেকর্ড করা হয়েছে। তবে কর্তৃপক্ষ জানায়, বর্তমানে বেশিরভাগ জায়গায় পানি সরে গেছে।

তাইওয়ানে প্রতিবছর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়টাতে ঘনঘন ক্রান্তীয় ঝড় হয়ে থাকে এবং তাইফুন তাদের জন্য এক পরিচিত প্রাকৃতিক বিপর্যয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
সাবেক সিইসি শামসুল হুদার দাফন সম্পন্ন
জুলাই শহীদদের প্রেরণা অনুসরণ করলে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
উপজেলা পর্যায়ে অধঃস্তন আদালত সম্প্রসারণে একমত রাজনৈতিক দলগুলো : আলী রীয়াজ
বাংলাদেশ নারী দলকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার
রাজধানীর শ্যামপুরে আওয়ামী লীগের তিন নেতা-কর্মী গ্রেফতার
‘র‌্যাপিড নিডস অ্যাসেসমেন্ট’ প্রতিবেদনের সঠিকতা নিরূপণে কর্মশালা
আশুলিয়ায় সাব রেজিস্ট্রারের পদত্যাগের দাবীতে দলিল লেখকদের মানববন্ধন 
আশুলিয়ায় সাব রেজিস্ট্রারের পদত্যাগের দাবীতে দলিল লেখকদের মানববন্ধন 
১০