পুতিনের বরখাস্তের কয়েক ঘণ্টার মধ্যেই আত্মহত্যা রাশিয়ার সাবেক মন্ত্রীর: তদন্ত কমিটি

বাসস
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ২০:৩৭

ঢাকা, ৭ জুলাই, ২০২৫ (বাসস) : রাশিয়ার সাবেক পরিবহনমন্ত্রী রোমান স্তারোভোইত সোমবার আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে দেশটির তদন্ত কমিটি। তার পদচ্যুতির কয়েক ঘণ্টার মধ্যেই মস্কোর উপকণ্ঠে একটি গাড়ি থেকে তার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়।

মস্কো থেকে এফপি জানায়, তদন্ত কমিটি এক বিবৃতিতে জানায়, ‘আজ ওদিন্ৎসোভো জেলায় ব্যক্তিগত গাড়ির ভেতর থেকে সাবেক পরিবহনমন্ত্রী রোমান স্তারোভোইতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে। মূলধারায় এটি আত্মহত্যা বলে বিবেচনা করা হচ্ছে।’

৫৩ বছর বয়সী স্তারোভোইত গত বছর মে থেকে রাশিয়ার পরিবহনমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এর আগে তিনি ইউক্রেন সীমান্তবর্তী কুর্¯‹ অঞ্চলের গভর্নর ছিলেন, যেখানে রুশ বাহিনী ইউক্রেনীয় অনুপ্রবেশ মোকাবিলা করেছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও বার্তাসংস্থাগুলোও জানিয়েছে, স্তারোভোইত নিজেই গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। তবে ঠিক কখন তিনি আত্মহত্যা করেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এর কয়েক ঘণ্টা আগেই ক্রেমলিন একটি প্রেসিডেন্সিয়াল ডিক্রি প্রকাশ করে জানায়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে পরিবহনমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দিয়েছেন। সংক্ষিপ্ত ঘোষণায় বলা হয়, ‘রোমান স্তারোভোইতকে পরিবহনমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।’

রুশ সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, ইউক্রেনীয় ড্রোন হামলার পর রাশিয়ার বিভিন্ন বিমানবন্দরে ভ্রমণ বিশৃঙ্খলার প্রেক্ষাপটেই তাকে বরখাস্ত করা হয়। তবে তার বিরুদ্ধে কুরস্ক অঞ্চলে দুর্নীতির অভিযোগ এবং সীমান্ত এলাকায় প্রতিরক্ষাব্যবস্থা গড়তে বরাদ্দ অর্থ আত্মসাতের সম্ভাব্য মামলার বিষয়েও গুঞ্জন রয়েছে।

তবে স্তারোভোইতের মৃত্যুর আগে তার বরখাস্ত প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘এটি আস্থাহীনতার সঙ্গে সম্পৃক্ত নয়।’

পরিবহনমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করার পরপরই প্রেসিডেন্ট পুতিন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আন্দ্রেই নিকিতিনের সঙ্গে সাক্ষাৎ করে তাকে ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০