সংস্কার ও ঋণ পুনর্গঠনের জন্য ঘানা সরকারের প্রশংসায় আইএমএফ 

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৩:০৭

ঢাকা, ৮ জুলাই, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সোমবার জানিয়েছে, ঘানার নতুন করকার ছয় মাস আগে ক্ষমতায় আসার পর থেকে দেশটি অর্থনৈতিক সংস্কার এবং ঋণ পুনর্গঠনে অগ্রগতি অর্জন করছে। 

আক্রা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সোনা ও কোকো সমৃদ্ধ দেশটি বছরের পর বছর ধরে সবচেয়ে খারাপ অর্থনৈতিক অস্থিরতার সম্মুখীন হওয়ার পর জানুয়ারিতে প্রেসিডেন্ট জন মাহামা শপথ গ্রহণ করেন।

দেশটির বর্ধিত ঋণ সুবিধা ব্যবস্থার চতুর্থ পর্যালোচনা সম্পন্ন হওয়ার ঘোষণা দিয়ে আইএমএফ এক বিবৃতিতে বলেছে, ‘নতুন সরকার কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করতে এবং কাঠামোগত সংস্কার এজেন্ডাকে সঠিক পথে রাখার জন্য দৃঢ়ভাবে সাড়া দিয়েছে’। 

এই পর্যালোচনাটি ৩ বিলিয়ন ডলার প্যাকেজের সর্বশেষ কিস্তি ছাড় করার জন্য সম্মতি দিয়েছে। 

ঘানার অর্থ মন্ত্রণালয় ‘৩৭০ মিলিয়ন ডলারের উল্লেখযোগ্য পরিমাণ বিতরণের পথ পরিষ্কার করার’ অনুমোদনকে স্বাগত জানিয়েছে!

মন্ত্রণালয় এক্স-এ এক পোস্টে বলেছে, ‘এই যুগান্তকারী অনুমোদন ঘানার আর্থিক শৃঙ্খলা এবং কৌশলগত অর্থনৈতিক রূপান্তরের প্রতি অটল প্রতিশ্রুতিকে বৈধতা দেয়’। 

এতে বলা হয়েছে, ‘আজ ঘানার অর্থনৈতিক পুনরুদ্ধারের যাত্রায় আরেকটি সিদ্ধান্তমূলক পদক্ষেপ’।

ডিসেম্বরের নির্বাচনে ক্ষমতায় আসার পর, মাহামা ঘানাকে ‘পুনঃস্থাপন’ বা রিসেট’ করার, অর্থনৈতিক পুনরুজ্জীবন শুরু করার এবং দেশের ৩ বিলিয়ন ডলারের আইএমএফ চুক্তির কিছু অংশ পুনর্বিবেচনার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

আইএমএফ জানিয়েছে, নতুন কর্তৃপক্ষ সরকারি ঋণ পুনর্গঠনের ক্ষেত্রেও ‘অগ্রগতি অব্যাহত রেখেছে।

আইএমএফ-এর ঘানার উপ-ব্যবস্থাপনা পরিচালক বো লি বলেছেন, ‘২০২৪ সালের শেষের দিকে বড় ধরনের নীতিগত ত্রুটি এবং সংস্কার বিলম্বের মুখোমুখি হয়ে, নতুন প্রশাসন কর্মসূচিটিকে সঠিক পথে বজায় রাখার জন্য সাহসী সংশোধনমূলক পদক্ষেপ নিয়েছে’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় বিএনপি’র দোয়া ও মোনাজাত
বিএনপির আরও ৯ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
রোববার শুরু হচ্ছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ‘বসকন-২৫
বরিশালে চোরাই কয়লাসহ ১২ চোরাকারবারি আটক
কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কারিগর আটক
গোবিন্দগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত
বান্দরবানে ৭৫০ নেতাকর্মীকে বিএনপি প্রার্থী সাচিং প্রু’র সম্মাননা
দিনাজপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নাইসিয়ার কাউন্সিলের ১,৭০০তম বার্ষিকী উদযাপন করবেন পোপ ও অর্থডক্স নেতা
১০